ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের সাইডলাইনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
Published : 27 Apr 2025, 11:34 AM
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের সাইডলাইনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন ডনাল্ড ট্রাম্প।
রোম ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, পুতিন তার সঙ্গে ‘ছলনা করছেন’ বলে তিনি আশঙ্কা করছেন।
“বেসামরিক এলাকায় পুতিনের ক্ষেপণাস্ত্র হামলার কোনো কারণই নেই,” দিনকয়েক আগে কিইভে মস্কোর হামলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন, জানিয়েছে বিবিসি।
এর আগে শনিবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় আয়োজন শুরুর কিছুক্ষণ আগে সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় ট্রাম্প ও জেলেনস্কিকে একান্তে গভীর আলোচনা করতে দেখা যায়।
দুজনের এই ১৫ মিনিটের বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ বলছে হোয়াইট হাউজ। অন্যদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেছেন, ‘ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে’ বৈঠকটির।
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের ওভাল অফিসে দুই নেতার মধ্যে তীব্র বাকযুদ্ধের পর এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
পরে শনিবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, “ইউক্রেইনের শহরগুলোতে রাশিয়ার হামলা আমাকে ভাবাচ্ছে যে হয়তো তিনি (পুতিন) যুদ্ধ বন্ধ করতে চান না, হয়তো আমার সঙ্গে ছলনা করছেন, এটা হয়তো অন্যভাবে মোকাবেলা করা লাগবে, ‘ব্যাংকিং’ বা ‘পরোক্ষ নিষেধাজ্ঞা’ দিয়ে?”
অথচ এর আগে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেইন একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে। শুক্রবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার দূত স্টিভ উইটকফের তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি এ কথা বলেছিলেন।
এদিকে ক্রেমলিন শনিবার জানিয়েছে, ইউক্রেইনের সঙ্গে ‘কোনো শর্ত ছাড়া’ সরাসরি বৈঠকে বসতে রাশিয়া প্রস্তুত বলে উইটকফকে পুতিন নিশ্চিত করেছেন।
ফেব্রুয়ারিতে মুখোমুখি বৈঠকের সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেছিলেন, তিনি যুদ্ধে জিততে পারবেন না এবং তার কাছে খেলার মতো ‘তাস নেই’।
একই কথা কয়েকদিন আগে ফের বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কেবল তাই নয়, গত কয়েক মাসে বেশ কয়েকবারই তিনি ইউক্রেইন যুদ্ধ শুরুর জন্য জেলেনস্কিকে দায়ী করেছেন এবং তাকে শান্তি আলোচনায় ‘বাধা’ অ্যাখ্যা দিয়েছেন।
কিন্তু শনিবারের বৈঠক নিয়ে হোয়াইট হাউজ বেশ ইতিবাচক সুরে কথা বলছে। জেলেনস্কিও বৈঠকটি ঘিরে বেশ উচ্ছ্বসিত।
“প্রতীকি বৈঠক, যার ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যদি আমরা যৌথ ফলাফল অর্জন করতে পারি,” বলেছেন তিনি।
আরও পড়ুন
সেইন্ট পিটার'স ব্যাসিলিকায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক
চুক্তির 'খুব কাছে' রাশিয়া-ইউক্রেইন, বললেন ট্রাম্প
রাশিয়া-ইউক্রেইন সরাসরি আলোচনার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন পুতিন-উইটকফ