তিন তলা একটি বাড়ির নিচতলায় গান রেকর্ডিংয়ের স্টুডিওতে আগুন লাগে।
Published : 27 Apr 2025, 08:33 PM
ঢাকার দক্ষিণ বনশ্রীর একটি আবাসিক ভবনে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস বলছে, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।”রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পরে তা ৭ টা ৫১ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়।
দক্ষিণ বনশ্রীর এইচ ব্লকের সাত নম্বর সড়কের তিন তলা একটি বাড়ির নিচতলায় গান রেকর্ডিংয়ের স্টুডিওতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, স্টুডিও এর বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে যায়।
“আগুনে বাড়ির মালিক জাহিদ হায়দার ও তার ছেলে জাহিন হায়দারের হাত পা ঝলসে গেছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।