স্প্যানিশ ফুটবল
ইনিগো মার্তিনেসের মতে, নানা ঘটনাপ্রবাহে পরিস্থিতি প্রতিকূলে থাকলেও পেশাদারিত্ব ধরে রাখতে পেরেছেন স্প্যানিশ রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া।
Published : 27 Apr 2025, 08:36 PM
উত্তপ্ত পরিস্থিতিতে প্রবল চাপের মাঝেও যেভাবে কোপা দেল রের ফাইনাল পরিচালনা করেছেন রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া, তাতে মুগ্ধ ইনিগো মার্তিনেস। স্প্যানিশ রেফারির প্রশংসা করে বার্সেলোনার এই ডিফেন্ডার বলেছেন, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্বের মান ধরে রাখতে পেরেছেন তিনি।
সেভিয়ায় শনিবার রোমাঞ্চ-উত্তেজনায় ভরা শিরোপা নির্ধারণী লড়াইয়ে রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে দেয় বার্সেলোনা। ঘরে তোলে তারা প্রতিযোগিতাটির রেকর্ড ৩২তম ট্রফি। ২৪টির বেশি নেই আর কারো।
ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে রেয়াল মাদ্রিদকে নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে আসেন দে বুর্গোস ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস। চোখে জল নিয়ে দে বুর্গোস তখন বলেন, তাকে নিয়ে রেয়াল মাদ্রিদ টিভির সমালোচনার বিরূপ প্রভাব পড়ছে তার পরিবারের ওপরও।
সংবাদ সম্মেলনে দে বুর্গোসের পাশে বসে হুঁশিয়ারি দিয়ে ফুয়ের্তেস বলেন, আরএমটিভির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেবেন তারা। এরপরই যেন ঝড় বয়ে যায় স্পেনের ফুটবলে।
রেফারিদের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় রেয়াল। এই রেফারিদের ম্যাচ পরিচালনা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধও করে তারা। সাড়া না মেলায় অনুশীলন ও সংবাদ সম্মেলনসহ ম্যাচের আগের সকল আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নেয় ক্লাবটি।
দাবি না মানলে ম্যাচটি বয়কট করতে পারে রেয়াল, এমন খবরও ছড়ায়। পরে অবশ্য বিবৃতি দিয়ে সেই গুঞ্জন উড়িয়ে দেয় ইউরোপের সফলতম ক্লাবটি।
ঘটনাবহুল ম্যাচের শেষটায়ও ছড়ায় উত্তাপ। কিলিয়ান এমবাপের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজানোয় রেফারির ওপর ক্ষুব্ধ হন রেয়ালের ফুটবলাররা। বেঞ্চ থেকে তেড়ে গিয়ে রেফারির দিকে একটি বস্তু ছুড়ে মেরে লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। মেজাজ হারিয়ে ফেলা জার্মান ফুটবলারকে থামিয়ে রাখতে বেগ পেতে হয় রেয়ালের স্টাফদের। পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চান রুডিগার।
শেষের বাঁশির পর অপ্রীতিকর আচরণ করেন লুকাস ভাসকেস ও জুড বেলিংহ্যামও। এই দুইজনকেও লাল কার্ড দেখান দে বুর্গোস।
রেয়ালের ক্ষোভ থাকলেও, এই রেফারির ম্যাচ পরিচালনা নিয়ে সন্তুষ্টির কথা বলেন মার্তিনেস। স্প্যানিশ অভিজ্ঞ এই ফুটবলারের মতে, সমালোচনা না করে রেফারিদের সমর্থন করা উচিত।
“রিচি (রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া) ও তার সঙ্গে সব অফিসিয়ালদের আমি অভিনন্দন জানাই, (এত চাপের মাঝেও) তারা দারুণভাবে ম্যাচ পরিচালনা করেছে। আশা করি, আমরা সবাই এভাবে নিজেদের কাজ করতে পারব।”
“ম্যাচের আগে (রেফারিদের নিয়ে) যেভাবে সমালোচনা করা হয়েছে, তা খুব অন্যায্য, তাদের (রেফারিদের) সমর্থন করতে হবে। আমরা সবাই জীবনে ভুল করি, আর ওই সময়টা খুবই কঠিন। কেউই এই পরিস্থিতিতে থাকতে পছন্দ করে না। জানতাম ম্যাচটি পরিচালনা করা (তার জন্য) কঠিন হবে, কারণ প্রচুর কথা হচ্ছিল। আমি তার জন্য খুশি। তিনি দারুণ একজন মানুষ, যার পেশাদারিত্ব কখনোই যথাযথ মান পূরণে ব্যর্থ হয় না।”