গাজার হলি ফ্যামেলি চার্চে শনিবার ইসরায়েলি স্নাইপাররা গুলি করে এক মা ও তার মেয়েকে হত্যা করেছে
Published : 17 Dec 2023, 01:30 PM
যুক্তরাজ্যের এমপি লায়লা মোরানের পরিবার গাজার একটি ক্যাথেলিক গির্জায় আটকা পড়ে আছে। যে গির্জার কাছে অভিযান চলাচ্ছে ইসরায়েলি বাহিনী।
লিবারেল ডেমোক্রেট এমপি লায়লা মোরান বলেছেন, হলি ফ্যামেলি চার্চে পানি ও খাবারের অভাবে তার পরিবার ‘মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে’।
এটি গাজার একমাত্র ক্যাথেলিক গির্জা। যেখানে শনিবার ইসরায়েলি স্নাইপাররা গুলি করে এক মা ও তার মেয়েকে হত্যা করেছে বলে জানিয়েছেন মোরানের স্বজনরা। একই তথ্য দিয়েছে জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট।
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট হলো ওই অঞ্চলে ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ আঞ্চলিক কার্যালয়। এটি ইসরায়েল, ফিলিস্তিন, সাইপ্রাস ও জর্ডান এর ক্যাথলিকদের দেখভাল করে থাকে।
জেরুজালেমের লাতিন প্যাট্রিয়ার্কেট থেকে বলা হয়, দুই খ্রিস্টান নারী নাহিদা এবং তার মেয়ে সামার গির্জা প্রাঙ্গনের একটি ভবনের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের গুলি করে হত্যা করা হয়।
“এক নারী শনিবার অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় তাকে হত্যা করা হয়।
“আরো সাত জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তারাও গির্জার ভেতর অন্যদের রক্ষা করার চেষ্টা করেছেন।”
ওই গির্জা থেকে লোকজনকে সরে যেতে ইসরায়েলি বাহিনী কোনো ধরণের সতর্কবার্তা জারি করেনি বলেও জানিয়েছে লাতিন প্যাট্রিয়ার্কেট।
বলেছে, “গির্জা প্রাঙ্গনে তাদের ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। অথচ সেখানে কোনো যুদ্ধবাজ লুকিয়ে নেই।”
নিজের পরিবার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবিসিকে এমপি মোরান বলেন, “আমি জানি না তারা বড়দিন পর্যন্ত বেঁচে থাকবে কিনা।”
গাজায় মোরানের পরিবারের ছয় সদস্য রয়েছেন। যাদের মধ্যে গত মাসে মারা যান তার দাদা। অসুস্থ হয়ে হাসপাতালে যেতে না পেরে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়। বাকি পাঁচজন গির্জায় আটকে আছেন এবং তাদের কাছে খাবার বা পানি নেই।
ইসরায়েলি বাহিনী কেনো গির্জাকে তাদের হামলার লক্ষ্যবস্তু করেছে তার কোনো ব্যাখ্যা তিনি পাচ্ছেন না বলেও বিবিসিকে বলেন মোরান।
বলেন, “আমার মনে হচ্ছে বেসামরিকদের নিরাপদ রাখার নামে আসলে উপহাস করা হচ্ছে।”
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ১৯ হাজার মানুষ নিহত হয়েছে।