প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদে অবতরণ পর্বের সূচনা করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। পাঠিয়েছে চাঁদের প্রথম ছবি।
Published : 18 Aug 2023, 11:07 PM
ভারতের চন্দ্রযান-৩-এর চাঁদের মাটিতে নামার কথা ২৩ অগাস্টে। সে অনুযায়ী মহাকাশযানটি বুধবার চাঁদের আরও কাছের কক্ষপথে পৌঁছায়। এর পরের দিনই প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে চাঁদে অবতরণ পর্বের সূচনা করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। পাঠিয়েছে চাঁদের প্রথম ছবি।
ছবিগুলো শুক্রবার প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ল্যান্ডার ইমেজার (এল আই) ক্যামেরা -১ দিয়ে তোলা সাদাকালো এই ছবিতে পাথর এবং গর্তে ভরা এবড়ো থেবড়ো চন্দ্রপৃষ্ঠ দেখা গেছে।
মহাকাশযান থেকে ল্যান্ডারের আলাদা হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে চাঁদে এর অবতরণ প্রক্রিয়া। ইসরো শুক্রবার জানিয়েছে, ল্যান্ডার বিক্রম চাঁদের আরও নীচের কক্ষপথে পৌঁছতে শুরু করেছে।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ জুলাই দুপুর আড়াইটায় ভারতের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান তিন উৎক্ষেপণ করা হয়। অভিযান সফল হলে বিশ্বে ভারত হবে নিরাপদে চাঁদের মাটিতে নামতে পারা চতুর্থ দেশ। আর চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারা প্রথম দেশ।
২০১৯ সালেও চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতের চন্দ্রযান ২। কিন্তু সেবার ব্যর্থ হয় চন্দ্রাভিযান। চাঁদে নামার একেবারে শেষ সময়ে বিধ্বস্ত হয় ল্যান্ডার।