ছোট্ট ওই বিমানটিতে করে কুইন্সল্যান্ডে জ্বলতে থাকা দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণে যাচ্ছিলেন ফায়ারফাইটাররা।
Published : 05 Nov 2023, 10:07 AM
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলে শনিবার একটি ছোট্ট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন ফায়ারফাইটার নিহত হয়েছেন।
জরুরি সেবা কর্তৃপক্ষ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (জিএমটি ০৪:৩০) উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি বুঝতে পারেন। প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে প্রত্যন্ত ম্যাককিনলি শহরের কাছে সেটি বিধ্বস্ত হয়।
কুইন্সল্যান্ডে এ সপ্তাহে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই করতে হয়েছে। দাবানলে দুই জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন বাড়িঘর আগুনে পুড়ে গেছে। দাবানলের হাত থেকে রক্ষা করতে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়।
দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ছোট ওই উড়োজাহাজটি ভাড়া করেছিল।
নিহত তিন ফায়ারফাইটারের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস।