অসহনীয় গরম শনিবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
Published : 01 Jun 2024, 12:56 PM
তীব্র তাপপ্রবাহের মধ্যে ভারতের বিহার, উত্তর প্রদেশ এবং ওড়িশায় নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে হিটস্ট্রোকে তারা মারা গেছেন।
অসহনীয় গরম শনিবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, এবছর প্রচণ্ড গ্রীষ্ম দেখছে ভারত। এরই মধ্যে চলতি সপ্তাহে রাজধানী দিল্লির কিছু অংশে তাপমাত্রা ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসেও উঠেছিল।
তবে কয়েকদিনের মধ্যে ভারতের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে গরম কমে আসতে পারে। এছাড়া চলমান তাপপ্রবাহ আরো দুইদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এসময় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।
রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার বিহারে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে নির্বাচনি কাজে যুক্ত ১০ জন রয়েছেন।
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ ধাপে শনিবার বিহারের কিছু অংশে ভোট হচ্ছে।
দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তীব্র গরমের মধ্যে শুক্রবার একজন নিরাপত্তাকর্মীসহ মোট নয়জন নির্বাচনি কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
রাজ্যের মেডকিল কলেজের অধ্যক্ষ আর বি কমল বলেছেন, “অসুস্থদের জন্য যখন হাসপাতালে আনা হয়, তখন সবাই তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন। এটা হিটস্ট্রোকের কারণেও হতে পারে। নির্বাচনি দায়িত্ব পালনে যুক্ত ছিলেন এমন আরো ২৩ জনকে আমরা এখন চিকিৎসা দিচ্ছি।”
বৃহস্পতিবার ওড়িশার সরকারি হাসপাতালে দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনি কর্মকর্তাদের বাইরে কাজ না করার পরামর্শ দিয়েছে ওড়িশা সরকার।
এর বাইরে বিহারের প্রতিবেশি ঝাড়খণ্ডেও তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।