গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে মাস্কাটের ইমাম আলি মসজিদের কাছে লোকজনকে দৌড়ে পালাতে ও গুলির শব্দ শোনা গেছে।
Published : 16 Jul 2024, 06:37 PM
ওমানের রাজধানী মাস্কাটে এক মসজিদের কাছে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত ও একাধিক জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবারের এই ঘটনা মধ্যপ্রাচ্যের অন্যতম সবচেয়ে স্থিতিশীল দেশে নিরাপত্তার বিরল লঙ্ঘন বলে জানিয়েছে রয়টার্স।
আরব নিউজ জানায়, মাস্কাটের এক শিয়া মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ ওমানে শিয়ারা সংখ্যালঘু।
এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, “রাজকীয় ওমান পুলিশ গুলিবর্ষণের এক ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে, আল-ওয়াদি আল-কবির এলাকায় একটি মসজিদের কাছে ঘটনাটি ঘটেছে।
পূর্ব মাস্কাটের এই ঘটনায় চারজন নিহত ও ‘বেশ কয়েকজন’ আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
হতাহতদের মধ্যে পাকিস্তানের কয়েকজন নাগরিক আছেন বলে জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাস্কাটের ওয়াদি আল-কবির এলাকায় ‘সন্ত্রাসী হামলায়’ দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
ওমান সরকার হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করেছে বলে জানিয়েছে তারা।
মাস্কাটের যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনার প্রতিবেদনগুলোর ওপর নজর রাখছে তারা।
অশান্ত মধ্যপ্রাচ্যে ওমান নিরপেক্ষতা বজায় রেখে আসছে। দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানসহ বিভিন্ন সময় বিভিন্ন বিরোধে মধ্যস্থতা করেছে।
গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে মাস্কাটের ইমাম আলি মসজিদের কাছে লোকজনকে দৌড়ে পালাতে ও মসজিদের একটি মিনার দেখা গেছে এবং গুলির শব্দ শোনা গেছে। এর পাশাপাশি ভিডিওতে একটি কণ্ঠে ‘ও খোদা’ ও বারবার ‘ও হোসেন’ বলতেও শোনা গেছে।
চলতি সপ্তাহে মাস্কাটে মুসলিমদের আশুরা পালিত হচ্ছে। এর মধ্যে এ হামলার ঘটনার পর ইমাম আলি মসজিদের ওই এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। সাংবাদিকদের মসজিদটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
ওমানের জনসংখ্যা ৪০ লাখের কিছু বেশি। তবে এদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি প্রবাসী শ্রমিক।