বছরটিতে সহিংসতায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়াতে, এখানে প্রাণ হারিয়েছেন ১৬১৬ জন মানুষ।
Published : 31 Dec 2024, 12:45 PM
পাকিস্তানের সামরিক ও বেসামরিক নিরাপত্তা বাহিনীগুলোর জন্য ২০২৪ সাল এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছরে পরিণত হয়েছে। এ বছর দেশটির এসব বাহিনীগুলোর ওপর ৪৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আর তাতে অন্তত ৬৮৫ জন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন।
এ বছর নিরাপত্তা কর্মীদের পাশাপাশি বেসামরিকদের ক্ষয়ক্ষতিও ছিল সমানভাবে উদ্বেগজনক। বছরজুড়ে বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত বেসামরিকের সংখ্যা ১৬১২ জন ছিল। আর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধ ও বিভিন্ন অভিযানে নিহত আইনবিরোধীদের সংখ্যা ৯৩৪ জন ছিল।
এই বছর নথিবদ্ধ প্রাণহানির সংখ্যা নয় বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। যা আগের বছর ২০২৩ এর তুলনায় ৬৬ শতাংশ বেশি। হিসাব অনুযায়ী বছরটির প্রতিদিন গড়ে প্রায় সাতজন নিহত হয়েছেন।
বছরের অন্যান্য মাসগুলোর তুলনায় নভেম্বর ছিল সবচেয়ে প্রাণঘাতী। এই মাসে ১২৫টি হামলার ঘটনায় ৪৫০ জন নিহত ও ৬২৫ জন আহত হন। বছরের অন্য মাসগুলোর তুলনায় এসব সংখ্যা অনেক বেশি।
বছরটিতে সহিংসতায় সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়াতে, এখানে প্রাণ হারিয়েছেন ১৬১৬ জন মানুষ। এরপরে থাকা বেলুচিস্তানের নিহত হয়েছেন ৭৮২ জন।
পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ জানিয়েছে, সেন্টার ফর রিসার্চ এন্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) থিঙ্ক-ট্যাঙ্ক ২০২৪ সালের যে বার্ষিক নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এগুলোই মূল তথ্য হিসেবে সামনে এসেছে।
এই প্রতিবেদন অনুযায়ী বছরটিতে পাকিস্তানে সহিংসতায় বেসামরিক, নিরাপত্তা সদস্য ও আইনবিরোধী মিলিয়ে ২৫৪৬টি প্রাণহানির ঘটনা ঘটেছে আর আহত হয়েছেন ২২৬৭ জন। বছরজুড়ে ১১৬৬টি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
এর ফলে পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য এটি একটি ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হচ্ছে।
এর আগের বছর ২০২৩ সালে দেশটিতে ৭৮৪টি সহিংসতার ঘটনায় ১৫৩৩ জন নিহত ও ১৪৬২ জন আহত হয়েছিল।