দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ প্রধান জানিয়েছেন।
Published : 11 Jul 2024, 02:35 PM
ফিলিপিন্সের উত্তরাঞ্চলে একটি অন্ত্যেষ্টিক্রিয়া থেকে পিকআপ ট্রাক যোগে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, কাগাইয়ান প্রদেশের আবুলুগ শহরে পিকআপটির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়।
এতে ১১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ প্রধান আন্তেনিও পালাতাউ জানিয়েছেন।
এ দুর্ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরও আহত হয়েছেন কিন্তু ২৩ যাত্রীর সবাই অক্ষত আছেন।
রয়টার্স বলছে, গণপরিবহনের ওপর শিথিল নিয়ন্ত্রণ ও রক্ষাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়া সড়কগুলোর জন্য ফিলিপিন্স কুখ্যাত।
গত ডিসেম্বরে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ আন্তিকে একটি যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে ১৭ জন নিহত হয়েছিল।