এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকাটিতে ঠিক কতোজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
Published : 03 Apr 2025, 04:33 PM
গ্রিসের লেসবস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবিতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক কিশোর, এক কিশোরী ও দুইজন নারী রয়েছেন বলে গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুররাত ২টার দিকে লেসবসের উত্তরে টহলরত কোস্টগার্ডের একটি জাহাজ ডুবে যাওয়া নৌকাটিকে শনাক্ত করে।
রয়টার্স জানায়, এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতোজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, তল্লাশি ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।
গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণপূর্ব প্রান্তে অবস্থিত। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের জন্য অন্যতম প্রধান প্রবেশদ্বার এই গ্রিস। ২০১৫ সালে প্রায় ১০ লাখ মানুষ গ্রিসের দ্বীপগুলোতে গিয়ে হাজির হয়েছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর তথ্য অনুযায়ী, গত বছর গ্রিসে প্রায় ৫৪,০০০ অভিবাসী পৌঁছেছেন, যা দক্ষিণ ইউরোপে ইতালির পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এদের বেশিরভাগই সমুদ্রপথে গিয়েছেন।