স্যাটেলাইটের ছবি প্রকাশ করে প্রথমবারের মতো রাশিয়ার বিমান ঘাঁটিতে এই হামলার দাবি করেছে ইউক্রেইনের জিইউআর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা।
Published : 09 Jun 2024, 11:59 PM
ইউক্রেইনের সেনাবাহিনী প্রথমবারের মতো রাশিয়ার বিমান ঘাঁটিতে নতুন প্রজন্মের সুখোই এসইউ-৫৭ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করেছে।
রোববার স্যাটেলাইটে তোলা হামলার ছবি প্রকাশ করে ইউক্রেইনের জিইউআর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এক টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছে।
তবে কীভাবে এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেইনীয় সেনাবাহিনীর কোন ইউনিট এ অভিযান পরিচালনা করেছে তা বলেনি সংস্থাটি।
রাশিয়ার জনপ্রিয় এক সামরিক ব্লগার ফাইটারবম্বার বলেছেন, এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাতের খবরটি সঠিক। একটি ড্রোন দিয়ে যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়।
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা জিইউআর বলেছে, যুদ্ধবিমানটি আখতুবিনস্ক বিমানঘাঁটিতে ছিল। রণক্ষেত্র থেকে সেটি ৫৮৯ কিলোমিটার দূরে।
টেলিগ্রামে ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, ৭ জুন যুদ্ধবিমানটি অক্ষত ছিল। কিন্তু ৮ জুন তাতে বিস্ফোরণের সৃষ্ট গর্ত রয়েছে এবং বিমানটির কাছে আগুন ধরে যাওয়ার চিহ্নও আছে।