কয়েক ঘণ্টার মধ্যে ২৬০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়, এতে হঠাৎ বন্যায় কয়েকটি সেতু ও বহু সড়ক ধসে পড়ে।
Published : 09 Mar 2025, 02:07 PM
আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরিসের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর শহর বাহিয়া ব্লাঙ্কায় প্রবল বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
শহরটির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার কয়েক ঘণ্টার মধ্যে ২৬০ মিলিমিটারেরও বেশি (১০ ইঞ্চি) বৃষ্টি হয়, এতে হঠাৎ বন্যায় কয়েকটি সেতু ও সড়ক ধসে পড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক মাধ্যম এক্স এ বাহিয়া ব্লাঙ্কার কর্তৃপক্ষ বলেছে, “সহায়তা দেওয়ার জন্য লভ্য সব ধরনের সম্পদ পৌরসভার দলগুলো, প্রাদেশিক সরকার, নৌবাহিনী ও আর্জেন্টিনার সেনাবাহিনী মাধ্যমে কাজে লাগানো হয়েছে।”
রয়টার্স জানিয়েছে, ঝড়, বৃষ্টি ও বন্যার কারণে শহরের ঘরবাড়ি ও স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, মায়েরা তাদের নবজাতকদের নিয়ে বন্যায় ডুবে যাওয়া হাসপাতাল ছেড়ে যাচ্ছেন।
আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাত্রিসিয়া বুলরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী লুইস পেত্রি রাজধানী থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরের বন্যাকবলিত গুরুত্বপূর্ণ বন্দর শহরটি পরিদর্শন করেছেন।
সামাজিক মাধ্যমে এই মন্ত্রীদের পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, রাতে অন্ধকারের মধ্যে সামরিক ট্রাকগুলো শহরের ডুবে যাওয়া রাস্তাগুলোতে টহল দিচ্ছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলে শনিবার তার অন্য কর্মসূচী বাতিল করে বাহিয়া ব্লাঙ্কার বন্যার দিকে মনোযোগ দিয়েছেন বলে তার মুখপাত্র ম্যানুয়েল আদর্নি জানিয়েছেন। তবে মিলে সেখানে যাবেন কি না, তা নিশ্চিত করেননি তিনি।
সামাজিক মাধ্যম এক্স এ অর্থমন্ত্রী লুয়িস কাপুতো জানিয়েছেন, সরকার বাহিয়া ব্লাঙ্কার জন্য সহায়তা হিসেবে ৯২ লাখ ডলার মঞ্জুর করেছে।
বুয়েনোস আইরিস প্রদেশের দক্ষিণাঞ্চলীয় শহর বাহিয়া ব্লাঙ্কার বাসিন্দা প্রায় তিন লাখ। এটি আর্জেন্টিনার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর।