পাঁচ কিশোরের একটি দল মুম্বাইয়ের জুহু সৈকত দিয়ে উত্তাল সাগরে নামে, লাইফগার্ডরা নিষেধ করা সত্ত্বেও তারা তা মানেনি।
Published : 13 Jun 2023, 11:31 AM
আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কারণে জারি করা সতর্কতা উপেক্ষা করে সাগরে নেমে মুম্বাইয়ের এক কিশোর মারা গেছে আর নিখোঁজ হয়েছে তার আরও দুই সঙ্গী।
সোমবার ১২ থেকে ১৬ বছর বয়সী পাঁচ কিশোরের একটি দল মুম্বাইয়ের জুহু সৈকত দিয়ে উত্তাল সাগরে নামে, লাইফগার্ডরা নিষেধ করা সত্ত্বেও তারা তা মানেনি।
ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সাগর উত্তাল থাকায় মহারাষ্ট্রের সবগুলো সৈকতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা অমান্য করেই সাগরে নামে তারা।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, সোমবার বিকালে তারা সাগরতীরে হাজির হলে উপস্থিত লাইফগার্ডের সদস্যরা বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করে ও সৈতক ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তারা লাইফগার্ডের সদস্যদের ফাঁকি দিয়ে সাগরে নেমে পড়ে।
কিছুক্ষণের মধ্যেই তীর থেকে আধ কিলোমিটার দূরে আরব সাগরের উত্তাল ঢেউয়ে তারা ভেসে যায়। ঘটনা বুঝতে পেরে লাইফগার্ডের সদস্যরা ছুটে যায়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে দমকল, মুম্বাই পুলিশের বিশেষ বাহিনী ও বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা। ব্যাপক খোঁজাখুঁজির পর একটি জেটির দড়ি ধরে নিজেকে রক্ষা করা এক কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়।
এনডিটিভি জানিয়েছে, পরে স্থানীয় জেলেরা আরও দুই কিশোরকে উদ্ধার করে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে এবং ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডকেও ডাকা হয়েছে।
মুম্বাই নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাত ৮টা ২০ মিনিটে একটি হেলিকপ্টারও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ডুবুরিদের দল প্রস্তুত আছে কিন্তু সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাদের নামানো হয়নি।
তল্লাশি ও উদ্ধার অভিযানে সার্চলাইট, ম্যানিলা দড়ি ও অন্যান্য উপকরণ ব্যবহার করা হলেও নিখোঁজ দুই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, সাগর তীরে পিকনিক করতে গিয়েছিল আট কিশোর, তাদেরই পাঁচজন সাগরে নামে আর তাতেই এ শোচনীয় ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর কারণে জেলে ও জনসাধারণকে সাগরে না যেতে সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ। ১৫ জুন ‘বিপর্যয়’ ভারতের গুজরাট উপকূল দিয়ে স্থলে উঠে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: মুম্বাই বিমানবন্দরে বিশৃঙ্খলা, উদ্বেগ
‘বিপর্যয়’ এখন মারাত্মক প্রবল ঘূর্ণিঝড়, ভারত ও পাকিস্তানে সতর্কতা