স্থানীয় সময় সকাল ৭টায় অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে বলে ধারণা করা হচ্ছে।
Published : 24 Nov 2023, 10:40 AM
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রায় ১৫ মিনিট আগেও গাজায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছিল।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে বলে ধারণা করা হচ্ছে।
এ দিন ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দেরোতে উপস্থিত হওয়া বিবিসির সাংবাদিক আনা ফস্টার জানিয়েছেন, গাজা থেকে আসা ছোট আগ্নেয়াস্ত্র ও মর্টারের গোলা ছোড়ার শব্দ শুনতে পাচ্ছেন তিনি এবং আকাশ আগুনের শিখা দেখতে পাচ্ছেন।
তখনই একটি বিমান হামলা হয়। গাজার আকাশে ড্রোনও উড়ছিল, জানিয়েছেন তিনি।
যুদ্ধবিরতি শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।