তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষের ধারণা, কিছু মৃতদেহ ভূমিধসের কাদার মধ্যে আটকা পড়ে আছে।
Published : 04 Dec 2023, 03:41 PM
পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাাঁড়িয়েছে বলে ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। এসব ঘটনায় আরও ৮৫ জন আহত হয়েছে।
রোববার দেশটির উত্তরাঞ্চলীয় মানিয়ারাতে ভারি বৃষ্টির সময় ভূমিধসের ঘটনা ঘটে, পরে দেখা দেয় বন্যা।
এদিন রাতে মানিয়ারা অঞ্চলের কমিশনার কুইন সেন্ডিগা এক সংবাদ সম্মেলনে জানান, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষের ধারণা, কিছু মৃতদেহ ভূমিধসের কাদার মধ্যে আটকা পড়ে আছে।
তিনি বলেন, “সন্ধ্যা পর্যন্ত আমরা আহত ৮৫ জনকে উদ্ধার করেছি। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”
সামাজিক মাধ্যমে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানিয়েছেন, মানিয়ারার হানাঙ্গ জেলার কাতেশ গ্রামে ভূমিধসে প্রায় ১০০টি বাড়ি চাপা পড়েছে।
“এ ঘটনায় আমরা খুবই মর্মাহত,” বলেছেন তিনি।
এল নিনো ও ভারত মহাসাগরের দ্বিমেরু আবহাওয়া ধরনের কারণে পূর্ব আফ্রিকার তাঞ্জানিয়া, কেনিয়া ও সোমালিয়ায় ভারি বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে। ভূমিধসের মতো ঘটনাও ঘটছে। এসব প্রাকৃতিক দুর্যোগে সম্প্রতি এসব দেশে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।
অক্টোবর থেকে শুরু হওয়া বৃষ্টি ও বন্যার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ঘন ঘন তীব্র প্রাকৃতিক দুর্যোগের কারণ হচ্ছে।