রাশিয়া সেদিন জ্বালানি খাত লক্ষ্য করে ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
Published : 30 Aug 2024, 01:25 PM
রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কিইভের সামরিক বাহিনী।
অগাস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানটি সরবরাহের পর এই প্রথম এমন ক্ষতির শিকার হলো ইউক্রেন।
ইউক্রেনের জেনারেল স্টাফ বৃহস্পতিবার ফেইসবুকে জানিয়েছেন, রুশ লক্ষ্যবস্তুর কাছাকাছি যাওয়ার সময় আক্রমণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে এফ-১৬ যুদ্ধবিমানটির বৈমানিক ওলেক্সি মেস নিহত হন।
এফ-১৬ যুদ্ধবিমান 'উচ্চ দক্ষতার পরিচয়' দিয়েছে এবং চারটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানিয়েছে রয়টার্স।
তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সোমবারের বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্ভবত রুশ আক্রমণ নয়, কারিগরি ত্রুটি হতে পারে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ৪ আগস্ট বলেছিলেন, ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর মতো পর্যাপ্ত প্রশিক্ষিত বৈমানিক নেই।
তিনি বলেন, বৈমানিক নিজের জীবনের বিনিময়ে ইউক্রেনীয়দের প্রাণঘাতী রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন।
আড়াই বছর আগে রাশিয়া পুরোদমে যে আগ্রাসন শুরু করেছিল তার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য এই বিশেষ বিমানগুলো মাইলফলক ছিল।
সামরিক বিশ্লেষকরা বলছেন, স্বল্প সংখ্যক এফ-১৬ যুদ্ধবিমান তাৎপর্যপূর্ণ হলেও এই সংঘাতের মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা কম।