ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় শনিবার ইসরায়েলি বিমান হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
Published : 27 Oct 2024, 08:21 PM
ইরানে হামলার পর প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে হামলার নিশানা কি ছিল সে সম্পর্কে বিস্তারিত আর কিছু তিনি জানাননি।
রোববার নেতানিয়াহু বলেন, “ইসরায়েল এ মাসের শুরুতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। শনিবার সকালের কয়েকঘন্টায় আমরা আমাদের প্রতিজ্ঞা রেখেছি এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো তারা আমাদের বিরুদ্ধে কাজে লাগায়।”
“গতকাল আমরা অক্টোপাসের মাথায় আঘাত করেছি। ইরানের জনগণের উদ্দেশে আমি বলব, আমাদের সংগ্রাম এক একনায়ক শাসগোষ্ঠীর বিরুদ্ধে, যারা এই গোটা অঞ্চলের জন্য হুমকি। যারা আমাদেরকে আঘাত করবে আমরা তাদেরকেই আঘাত করব”, বলেন তিনি।
শনিবার ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। ইহুদি দেশটি প্রায় ১০০ যুদ্ধবিমান ব্যবহার করে এ হামলা চালানোর দাবি করলেও ইরান চার সেনা নিহতের পাশাপাশি ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলি জঙ্গি বিমানগুলো তেহরানের কাছে ও ইরানের পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সামরিক এলাকায় আঘাত হেনেছে।
ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সেই হামলার প্রতিশোধ নিতেই শনিবার ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল।