চারটি জায়গায় জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। ইটন কাউন্টিতে মানুষ হতাহত হয়েছে।
Published : 09 Jan 2025, 12:47 AM
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রাণহানি হয়েছে অন্তত ২ জনের। আহত হয়েছে কয়েক ডজন মানুষ। হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
চারটি জায়গায় জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া দাবানল আরও বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
লস এঞ্জেলেসের পূর্বদিকে অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে সবচেয়ে বড় দাবানলে ৫ হাজারের বেশি একর জমি পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়তে থাকায় ৩৭ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাসাদেনা শহরের কাছে ইটন কাউন্টিতে ছড়িয়ে পড়া দাবানলে দুইজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। দাবানলে সেখানে ২ হাজারের বেশি একর এলাকা পুড়ে ছাই হয়েছে। এ পর্যন্ত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ৩২ হাজার ৫০০ মানুষকে।
লস অ্যাঞ্জেলেসের উত্তরপশ্চিমাঞ্চলীয় সান ফারনান্দো ভ্যালির সিলমার এলাকার কাছে হারস কাউন্টির আগুন ৫০০ একর এলাকা গ্রাস করেছে। সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজার মানুষকে। আর উডলির দাবানলে পুড়ে গেছে ৭৫ একর এলাকা।
কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, দমকা হাওয়া বুধবার গোটা দিন ধরেই চলবে বলে পূর্বাভাস রয়েছে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, “আমরা এখনও বিপদমুক্ত নই। কারণ, আজ শহর এবং কাউন্টিগুলোতেও জোর বাতাস বইতে থাকবে।”