রমজানকে সামনে রেখে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার উদ্যোগ মিশরের

মিশরের শার্ম আল-শেখ নগরীতে রোববার অনুষ্ঠিত বৈঠকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও জর্ডান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2023, 12:50 PM
Updated : 19 March 2023, 12:50 PM

মুসলমানদের পবিত্র ধর্মীয় মাস রমজান আসন্ন। এই একমাস সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজন করেছে মিশর।

মিশরের রিসোর্ট নগরী শার্ম আল-শেখ এ রোববারের ওই বৈঠকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও জর্ডান।

তার আগে গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে একটি সম্মেলন শেষে পাঁচ পক্ষের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শার্ম আল- শেখ এর এ বৈঠকের লক্ষ্য ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের মধ্যে সংলাপকে সমর্থন করার জন্য একতরফা কার্যক্রম ও উত্তেজনা বন্ধ করতে এবং বিদ্যমান সহিংসতার চক্র ভেঙে শান্তি অর্জন করতে কাজ করে যাওয়া’।

‘‘এটি শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করতে সহায়তা করতে পারবে।”

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

কিন্তু তাদের স্বপ্ন পূরণের পথে বড় বাধা ইসরায়েল। দেশটি পুরো জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী করতে চায়। তাই তারা অধিকৃত ভূমি ছাড়তে নারাজ। বরং সেখানে ইহুদি বসতি স্থাপন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ফলে বছরের পর বছর ধরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে  ফিলিস্তিনিদের সংঘাত চলছে।