গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়ার ট্রাম্পের অবস্থান প্রত্যাখ্যান করে এই দ্বীপাঞ্চলটির প্রধানমন্ত্রী একথা বলেছেন।
Published : 05 Mar 2025, 08:37 PM
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ডের জনগণ তাদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করবে এবং তারা ডেনিশও হতে চায় না, আমেরিকানও হতে চায় না।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার আগের অবস্থান জানিয়ে আবার বলেছেন, তিনি ডেনমার্কের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চান।
এরই প্রতিক্রিয়ায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেদে বুধবার ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, “আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশও নই। আমরা 'কালালিত'—(গ্রিনল্যান্ডবাসী)। আমেরিকা ও তাদের নেতাকে সেটি বুঝতে হবে।"
তিনি আরও বলেন, “আমরা বিক্রির জন্য নই এবং আমাদের দখলও করা যাবে না। আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব।”
গ্রিনল্যান্ড সরকার বর্তমানে একটি তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে রয়েছে। ১১ মার্চ সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনের অন্যতম প্রধান বিষয় ট্রাম্পের আগ্রহের প্রেক্ষিতে দ্বীপটির স্বাধীনতার প্রশ্ন।
এর আগে বুধবার, ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ট্রাম্প তার কংগ্রেস ভাষণে গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়েছেন, যা গুরুত্বপূর্ণ।
জনমত জরিপে দেখা গেছে, বেশিরভাগ গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না, তবে অনেকেই শেষ পর্যন্ত ডেনমার্ক থেকে স্বাধীনতা চায়। ডেনিশ সরকারও জানিয়েছে, আর্কটিক অঞ্চলের এই দ্বীপের ভবিষ্যৎ সিদ্ধান্ত তার জনগণকেই নিতে হবে এবং এটি বিক্রির জন্য নয়।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বুধবার হেলসিংকির এক সংবাদ সম্মেলনে বলেন, “ট্রাম্প বলেছেন, (তারা) গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করেন, এবং আমি মনে করি এটি তার ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল।”