শীতের ছুটি শেষে নতুন বছরে স্কুল খোলার পর প্রথম দিনেই গুলিবর্ষণের এ ঘটনা ঘটেছে।
Published : 05 Jan 2024, 10:49 AM
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীর গুলিতে ষষ্ঠ গ্রেডের আরেক শিক্ষার্থী নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। পরে গুলিবর্ষণকারী নিজেও আত্মহত্যা করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৩৭ মিনিটে পেরি হাইস্কুলে একজন গুলিবর্ষণ করছে এমন খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যেই একজন কমকর্তা সেখানে গিয়ে পৌঁছান, জানিয়েছে পুলিশ।
এক সংবাদ সম্মেলনে পুলিশের এক কর্মকর্তা জানান, শীতের ছুটি শেষে নতুন বছরে স্কুল খোলার প্রথম দিনেই এ ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হামলাকারী এ স্কুলেরই শিক্ষার্থী, তার নাম ডিলান বাটলার (১৭) । আহত পাঁচজনের মধ্যে চারজন স্কুলটির শিক্ষার্থী, অপরজন স্কুলের একজন প্রশাসক।
স্কুলে তল্লাশি চালানোর সময় পুলিশ সেখান থেকে একটি হাতে বানানো বোমাও উদ্ধার করেছে। হামলাকারী বাটলার একটি পাম্প-অ্যাকশন শটগান ও ছোট একটি পিস্তল নিয়ে স্কুলে এসেছিলেন। হামলার সময় ও এর আগে সে সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টও দিয়েছিল বলে জানিয়েছেন এক তদন্তকারী কর্মকর্তা।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বাকিরা স্থিতিশীল অবস্থায় আছেন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে গোলাগুলি একটি জাতীয় ‘মহামারীর’ আকার ধারণ করেছে আর সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।