এর মধ্যে ৮ জনই কেন্টাকির। অন্যজন জর্জিয়ার বাসিন্দা।
Published : 17 Feb 2025, 04:07 PM
টানা বর্ষণ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক এলাকাকে ভাসিয়ে নিয়েছে, বাড়িঘর, রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে, সপ্তাহান্তে অন্তত ৯ জনের প্রাণও কেড়ে নিয়েছে।
এর মধ্যে ৮ জনই কেন্টাকির বাসিন্দা বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বশির। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তিনি।
বন্যার পানিতে আটকে পড়া শত শত লোককে উদ্ধার করা হয়েছে জানিয়ে বাসিন্দাদের সড়ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এ গভর্নর। উদ্ধার অনেকে গাড়ির ভেতরেও আটকা পড়েছিলেন।
জর্জিয়ায় ঝড়ে গাছ উপড়ে বাড়ির ওপর পড়লে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।
কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনাতে সপ্তাহান্তে ঝড় সংক্রান্ত সতর্কতা জারি হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ঘূর্ণিঝড় হেলেনে এই আটটি অঙ্গরাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রোববার রাতে এই অঙ্গরাজ্যগুলোর ৫ লাখের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছে পাওয়ারআউটেজ ডট ইউএস।
কেন্টাকিতে যারা মারা গেছে তাদের মধ্যে এক মা ও তার ৭ বছর বয়সী শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধও আছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার অঙ্গরাজ্যটির বেশকিছু অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যার দরুন বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিয়েছে।
টানা বর্ষণের কারণে নদীর পানি খুব দ্রুত বাড়তে থাকে, অনেক জায়গায় কয়েক ফুট পানিতে যানবাহন তলিয়ে যায়।
বন্যার কারণে ৩০০র বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানান গভর্নর বশির।
তিনি কেন্টাকিতে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত এলাকার জন্য কেন্দ্রীয় তহবিলের অর্থ ছাড়ে অনুরোধ জানিয়ে হোয়াইট হাউজকে চিঠিও লিখেছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে (ফিমা) অনুমতি দিয়েছেন। সরকারি খরচ বাঁচাতে দিনকয়েক আগেও এই ফিমা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
কর্মকর্তারা বলছেন, বন্যার ভয়াবহতা শেষ হয়নি এখনও।
“নদীর পানি এখনও বাড়ছে,” রোববার এমনটাই বলেছেন কেন্টাকি ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক এরিক গিবসন।