রাজধানী এথেন্সের ৩৫ কিলোমিটার উত্তরে ভারনাভাসের কাছে রোববার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে দাবানল শুরু হয়।
Published : 12 Aug 2024, 07:43 PM
ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। তীব্র গরমে বাড়তে থাকা তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে রাজধানী এথেন্সের দ্বারপ্রান্তে ছড়িয়ে পড়েছে আগুন।
এতে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গাছ, বাড়িঘর ও গাড়ি। আকাশে ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। স্থানীয় ২৫ টিরও বেশি গ্রাম ও শহর থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবীসহ ৭০০ জন কাজ করছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে ১৯০ টি ফায়ার ইঞ্জিন। এছাড়াও ৩৩ টি বিমান থেকে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অগ্নিনির্বাপণ কর্মীরা।
দমকল বাহিনীর মুখপাত্র ভ্যাসিলিস ভাথরাকোগিয়ানিস বলেন, “আগুন বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়েছে।”
তিনি বলেন, ঝোড়ো বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ২৫ মিটার উঁচু আগুনের লেলিহান শিখা গাছ ও ঝোপঝাড় পুড়িয়ে ছারখার করে দিচ্ছে।
রাজধানী এথেন্সের ৩৫ কিলোমিটার উত্তরে ভারনাভাসের কাছে রোববার স্থানীয় সময় দুপুর তিনটার দিকে দাবানলের সূত্রপাত।
গ্রিসে এবছর এটিই সবচেয়ে মারাত্মক দাবানল। সোমবারের মধ্যে আগুন এথেন্সের দ্বারপ্রান্তে মাউন্ট পেনতেলির চাপরপাশে জনবহুল উত্তরাঞ্চলীয় শহরতলীগুলোতে ছড়িয়ে পড়েছে।
তবে আগুনে কেউ নিহত হওয়া্র কোনও খবর পাওয়া যায়নি। কেবল শ্বাসজনিত সমস্যার কারণে ১৩ জনের চিকিৎসা করা হয়েছে এবং আগুনে দগ্ধ হওয়া দুই দমকলকর্মীর চিকিৎসা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা কাতেরিনা ফিলাকতো বলেন, “একটা জায়গা থেকে শুরু হয়ে হঠাৎ করেই পুরো গ্রামে দাবানল ছড়িয়ে পড়ে।”
মে মাস থেকে গ্রিসের বিভিন্ন জায়গা জুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা ঘন ঘন দাবানল এবং তীব্রতার জন্য জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করে, ক্রমবর্ধমান গরম এবং শুষ্ক আবহাওয়াকে এ পরিস্থিতির জন্য দায়ী করেছেন।
চলতি বছরের প্রথম তাপপ্রবাহের মধ্যেই গ্রিসের বেশ কয়েকটি এলাকায় দাবানল শুরু হয়েছে। দাবানলে পেলোপনিস উপদ্বীপের ইলিয়া অঞ্চলে শুক্রবার ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর মধ্যে আতশবাজি থেকে আরেকটি দাবানলের ঘটনায় গ্রিসজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে বলে খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের।
এথেন্স অবজারভেটরির গবেষণা পরিচালক কোস্টাস লাগুভারদোস বলেন, 'আমরা খুবই কঠিন একটি সময় পার করছি। তিনি বলেন, 'আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে সমস্যা বাড়তেই থাকবে।”
এথেন্সের পশ্চিমে মেগারা শহরের কাছে একটি জঙ্গলে আগুন রোববার বিকেলের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। তবে এখনও গ্রিসের আরও কয়েকটি অঞ্চলে দাবানলের ঝুঁকিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস, ১৫ আগস্ট পর্যন্ত দাবানল মোকাবেলায় সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গত এপ্রিলে ইউরোপীয় কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপে ২০২৩ সালের দাবানলের মৌসুম ছিল এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ।