সিরিয়ার ক্ষমতা থেকে আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।
Published : 30 Jan 2025, 01:51 PM
সিরিয়ার প্রকৃত নেতা আহমেদ আল-শারাকে দেশটির অন্তর্বর্তী পর্যায়ের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আক্রমণে নেতৃত্ব দেওয়া সামরিক কমান্ড বুধবার এ ঘোষণা দিয়েছে।
রয়টার্স তাদের ঘোষণার বরাত দিয়ে জানিয়েছে, সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে এবং অন্তর্বর্তী পর্যায়ের জন্য শারা একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতা পেয়েছেন।
ঘোষণায় বলা হয়, “অন্তর্বর্তী পর্যায়ে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন শারা। তিনি সিরিয়া আরব রিপাবলিকের প্রেসিডেন্টের দায়িত্বপালন করবেন এবং আন্তর্জাতিক সম্মেলনগুলোতে প্রতিনিধিত্ব করবেন।”
নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত নতুন আইন পরিষদ তাদের দায়িত্ব পালন করবে। গত বছর আসাদের শাসনামলে যে পার্লামেন্ট নির্বাচিত হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
ঘোষণায় আসাদের বাথ পার্টি ও তার গোয়েন্দা সংস্থাগুলো বিলুপ্তির যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা পুনর্ব্যক্ত করা হয়। এতে আরও বলা হয়, যে বিদ্রোহী গোষ্ঠীগুলো ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে লড়াই করেছে সেগুলো বিলুপ্ত হয়ে রাষ্ট্রীয় বাহিনীগুলোতে আত্তীকৃত হবে।
ক্ষমতা থেকে আসাদকে উৎখাতে চালানো অভিযানে অংশ নেওয়া সামরিক কমান্ডারদের এক সম্মেলনে এসব সিদ্ধান্ত হয়। ওই অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান নেতা শারা। এইচটিএস জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক শাখা।
সম্মেলনে দেওয়া বক্তৃতায় শারা বলেছেন, সিরিয়ায় প্রথম অগ্রাধিকার হচ্ছে ‘বৈধ ও আইনি পথে’ সরকারের শূন্যতা পূরণ করা।
তিনি আরও বলেন, অবশ্যই ‘ট্রানজিশনাল জাস্টিস’ এর মাধ্যমে নাগরিকদের শান্তি নিশ্চিত করতে হবে এবং প্রতিশোধের প্রদর্শনী প্রতিরোধ করতে হবে, সর্বাগ্রে সামরিক ও নিরাপত্তা বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে হবে, অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলতে হবে।
জাতীয় সম্মেলন, একটি অন্তর্ভূক্তিমূলক সরকার আর চূড়ান্ত পর্যায়ে নির্বাচন দিয়ে রাজনৈতিক উত্তরণের প্রতিশ্রুতি দিয়েছেন শারা। এগুলো সম্পন্ন করতে চার বছরের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি।
নতুন অস্থায়ী আইন পরিষদ কবে নাগাদ গঠিত হতে পারে তা বুধবারের ঘোষণায় জানানো হয়নি। অন্তর্ববর্তী পর্যায়ের সময়সীমা নিয়েও নতুন করে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে নুসরা ফ্রন্ট দেশটিতে আল কায়েদার শাখা ছিল। নুসরা ফ্রন্ট ২০১৬ সালে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামে পরিচিত হয়ে ওঠে।