স্থানীয় সরকারি মেডিকেল কলেজের প্রধান জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের সবার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
Published : 25 Jan 2025, 10:15 PM
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে রহস্যময় অসুস্থতায় ১৭ জনের মৃত্যুর পর রোগের ধরন নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
মৃত্যুর এ ঘটনাগুলো ঘটেছে জম্মুর রাজৌরি জেলার প্রত্যন্ত বাধাল গ্রামে। ডিসেম্বরের প্রথমদিক থেকে শুরু হওয়া অসুস্থতার এ ঘটনায় মৃতদের মধ্যে ১৩ জনই শিশু বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
শনিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, গত সপ্তাহের মাঝামাঝি গ্রামটিকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে এর প্রায় ২৩০ জন বাসিন্দাকে কোয়ারেন্টিনড করা হয়েছে। মৃতরা সবাই পরস্পর ঘনিষ্ঠ তিনটি পরিবারের সদস্য।
রাজৌরির সরকারি মেডিকেল কলেজের প্রধান অমরজিৎ সিং ভাটিয়া জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের সবার মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, “এই পরিস্থিতির কারণে শীতের ছুটিও বাতিল করা হয়েছে।”
এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার একটি তদন্ত শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক বিবৃতিতে জানিয়েছেন, লখনৌর কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) এক পরীক্ষায় মৃতদের দেহে বিষের উপস্থিতি পাওয়া গেছে।
তিনি বলেছেন, “কোনো সংক্রমণ, ভাইরাস বা ব্যাকটিরিয়ার কারণে নয়, একটি বিষের কারণে এ ঘটনা ঘটছে। এখন বিষ পরীক্ষা করে দেখা হচ্ছে।”
শিগরিগরই ‘রহস্যের’ কিনারা হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।