এশিয়াজুড়েও বিভিন্ন দেশে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে মে দিবস পালন করেছে।
Published : 01 May 2024, 08:25 PM
গ্রিসের রাজধানী এথেন্সে মে দিবসে পদযাত্রা করেছে শ্রমিকরা। মজুরি বাড়ানোর দাবি জানানোর পাশাপাশি গাজায় যুদ্ধের বিরুদ্ধেও বিক্ষোভ করেছে তারা।
বুধবার আন্তর্জাতিক এই শ্রম দিবস পালনে গ্রিসের সরকারি এবং বেসরকারি খাতের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়নগুলো ২৪ ঘন্টার ধর্মঘট ডেকেছে।
পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটে সামিল হওয়ায় গ্রিসের বন্দরগুলোতে জাহাজ চলাচল থেমে আছে। বিঘ্নিত হচ্ছে রাজধানীর মেট্রো স্টেশনগুলোর পরিষেবাও।
গ্রিক পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হওয়া বহু বিক্ষোভকারী গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনের পতাকা এবং বেলুন ওড়ায়।
২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে ঋণ সংকটের সময় বেইলআউট তহবিলের জন্য কিছু কৃচ্ছ্র পদক্ষেপ নিয়েছিল আগের গ্রিক সরকার। এতে শ্রমিকদের মজুরিতে যে কাটছাঁট হয়েছিল, সেই ক্ষতি পুষিয়ে নিতেই এবারের মে দিবসের বিক্ষোভে শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে।
মে দিবস শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেই বেশি পরিচিত। শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে থাকে।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দলে দলে শ্রমিক কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করেন। বর্বরোচিতভাবে সেই বিক্ষোভ দমন করা হয়েছিল।
সেই ঘটনায় গোটা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল। শিকাগোর শ্রমিকদের সেই আত্মদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রমজীবী মানুষের অধিকার। এরপর থেকেই দিনটি পালিত হয়ে আসছে।
প্রতিবারের মতো এবারও বিশ্বজুড়ে দিনটি পালিত হয়েছে। এশিয়াজুড়েও বিভিন্ন দেশে শ্রমিকরা বুধবার তাদের অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।