আইনজীবী সিডনি পাওয়েল প্রয়োজনে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও রাজি হয়েছেন।
Published : 19 Oct 2023, 10:47 PM
জর্জিয়ায় নির্বাচনে হস্তক্ষেপের মামলায় দোষ স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী সিডনি পাওয়েল। সেই সঙ্গে যদি ডাকা হয় তবে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও রাজি হয়েছেন তিনি।
বৃহস্পতিবার তিনি তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগ স্বীকার করে নেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। আদালত এখন তার বিরুদ্ধে পরবর্তী বিচার কার্যক্রম শুরু করবে।
এই মামলায় আরো ১৮ জন বিবাদী রয়েছেন। যাদের মধ্যে ট্রাম্প একজন।
ট্রাম্পের বিরুদ্ধে বর্তমানে যে চারটি ফৌজদারি মামলার কার্যক্রম চলছে জর্জিয়া নির্বাচনে হস্তক্ষেপ মামলা তার একটি। গতবারের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প ভোটের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেছিলেন বলে বিশেষভাবে যে দুটো মামলাকে অধিক গুরত্ব দেওয়া হচ্ছে তার একটি জর্জিয়ার এই মামলাটি।
নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প বার বার ভোটে প্রতারণার মাধ্যমে তাকে হারানো হয়েছে বলে অভিযোগ করে গেছেন। জার্জিয়ার মামলাতেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
পাওয়েলের দোষ স্বীকারের বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে তার এক আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।