নাবাতিহ আল-ফাওকা গ্রামে প্রথম হামলায় ২০ জন আর নিকটবর্তী শহর জাওতারে আরেক হামলায় চারজন আহত হন।
Published : 29 Jan 2025, 12:22 PM
ছয় সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি বলবৎ থাকা সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের এ হামলায় ২৪ জন লেবাননি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম হামলার ঘটনাটি ঘটে মঙ্গলবার দক্ষিণ লেবাননের নাবাতিহ আল-ফাওকা গ্রামে। মন্ত্রণালয়টি জানায়, এ হামলায় ২০ জন আহত হন আর নিকটবর্তী শহর জাওতারে আরেক হামলায় চারজন আহত হন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানায়, সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে নাবাতিহ আল-ফাওকায় ইসরায়েলি ড্রোন থেকে ছোট একটি সবজির ট্রাকে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়।
এই গ্রামটি লাতিনি নদীর উত্তর পাড়ে হলেও ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার মতো দূরে।
এনএনএ পরে জানায়, প্রথম হামলার দুই কিলোমিটারের মধ্যে নাবাতিহ-জাওতার সড়কে দ্বিতীয় আরেকটি হামলা চালানো হয়।
লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এসব হামলার নিন্দা জানিয়েছেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে মিকাতি বলেছেন, “এসব হামলা চালিয়ে লেবাননের সার্বভৌমত্ব আরেকবার লঙ্ঘন করা হলো আর এটি যুদ্ধবিরতি চুক্তির নির্লজ্জ লঙ্ঘন।”
তিনি জানান, তিনি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির প্রধান মার্কিন মেজর জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েল যেন আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলে তা নিশ্চিতের জন্য তাকে ‘দৃঢ় অবস্থান’ নেওয়ার আহ্বান জানান।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রে আঘাত হানার কথা নিশ্চিত করেছেন। তার দাবি, দক্ষিণ লেবাননে অস্ত্র নিয়ে যেতে থাকা হিজবুল্লাহর গাড়িগুলোতে আঘাত হেনেছেন তারা।
সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি লিখেছেন, “দক্ষিণ লেবাননের সাফিক ও নাবাতিহ এলাকায় অস্ত্র পাঠানোর কাজে নিয়োজিত হিজবুল্লাহর একটি ট্রাক ও অপর একটি গাড়িতে ইসরায়েলের আকাশযান আঘাত হেনেছে।”
ইসরায়েল রাষ্ট্রের জন্য ‘হুমকি’ যে কোনো কিছুর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
২৭ নভেম্বর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী, লেবাননের সশস্ত্র, রাজনৈতিক ও সামাজিক সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি সীমান্তে থাকা তাদের বাহিনীগুলো লাতিনি নদীর উত্তর পাশে সরিয়ে নেবে এবং দক্ষিণ পাশে থাকা তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস করবে।