ব্রাসেলস সম্মেলনের বক্তব্যে ইউক্রেইনের প্রেসিডেন্ট ইউরোপীয় নেতাদেরকে তার ‘পূর্ণ ও সুষ্ঠু শান্তি’ প্রতিষ্ঠার রূপরেখার ধাপগুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
Published : 07 Mar 2025, 12:40 AM
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা ব্রাসেলসে একটি বিশেষ সম্মেলনে সমবেত হয়েছেন। যে সম্মেলনে আছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইইউ নেতাদেরকে জেলেনস্কি বলেছেন, তিনি শান্তি চান। তবে তা ইউক্রেইনকে ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করার মূল্যে নয়।
ব্রাসেলস সম্মেলনের বক্তব্যে জেলেনস্কি ইউরোপীয় নেতাদেরকে তার ‘পূর্ণ ও সুষ্ঠু শান্তি’ প্রতিষ্ঠার রূপরেখার পর্যায়গুলোকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
এই শান্তির রূপরেখার প্রথম পর্যায়ে আছে সাগরে যুদ্ধবিরতি করা এবং সাধারণ মানুষের ওপর ও জ্বালানি অবকাঠামোগুলোতে রাশিয়ার হামলা বন্ধ করা। আর দ্বিতীয় পর্যায়ে আস্থা প্রতিষ্ঠায় বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধের পুরো সময়ে ইউক্রেইনকে সমর্থন দিয়ে যাওয়া এবং গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বাদানুবাদের বৈঠকের পরও পাশে থাকার জন্য ইউরোপের অন্যান্য নেতাদেরকে ধন্যবাদ জানান।
ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চেষ্টাকেও স্বাগত জানান ইউক্রেইনের প্রেসিডেন্ট। তিনি বলেন, কিইভ যুদ্ধের প্রথম থেকেই শান্তি অন্বেষণ করছে।
ইউরোপের কাছ থেকে এতদিন যে সমর্থন পেয়ে এসেছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জেলেনস্কি বলেন, তার দেশের জনগণ প্রশংসা করে বলে যে, “ইউরোপ সত্যিই সঠিক কাজটিই করার চেষ্টা করছে।”