নিখোঁজ হওয়া সামরিক বাহিনী উড়োজাহাজটিতে আরও নয়জন ছিলেন বলে খবরে বলা হয়েছে।
Published : 11 Jun 2024, 01:29 AM
সাবেক এক মন্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে রয়টার্স ও বিবিসি বলেছে, নিখোঁজ হওয়া সামরিক বাহিনীর উড়োজাহাজটিতে আরও নয়জন ছিলেন।
স্থানীয় সময় সোমবার সকালের এ ঘটনার পর সেটির খোঁজে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত হদিস মেলেনি।
মালাবির রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি; যেটির সকাল ১০টায় দেশটির উত্তরাঞ্চলের এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
সামরিক বাহিনীর কমান্ডার ভেলেন্টিনোর ফিরির কাছ থেকে ঘটনা অবহিত হওয়ার পর মালাবির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা উড়োজাহাজের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন।
বাহামা দ্বীপপুঞ্জে নির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি। সোমবার বিকালে তার সেখানে যাওয়ার কথা ছিল।
অ্যাভিয়েশন কর্মকর্তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরপরই প্রেসিডেন্টের নির্দেশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি।
কমান্ডার ভেলেন্টিনো বলেছেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি।
আফ্রিকার দেশটির তথ্যমন্ত্রী মোজেজ কুনকুয়ু বিবিসিকে বলেছেন, উড়োজাহাজটির অবস্থান খুঁজে বের করতে ‘ব্যাপক’ প্রচেষ্টা চালানো হচ্ছে।
সরকারের প্রতিনিধি হিসেবে তিন দিন আগে মারা যাওয়া সাবেক মন্ত্রী রালফ কাসামাবারার শেষকৃত্যে যাচ্ছিলেন চিলিমা।
কুনকুয়ু বলেছেন, কাসামাবারার যে স্থানে শেষকৃত্য হওয়ার কথা সেটি এমজুজু বিমানবন্দর থেকে বেশি দূরে নয়।
বিবিসি লিখেছে, দুর্নীতির অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হন ৫১ বছর বয়সী চিলিমা। সেই থেকে তার রাজনৈতিক অবস্থা অনেকটা নড়বড়ে ছিল।
সরকারের সঙ্গে চুক্তি করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে চিলিমার বিরুদ্ধে। তবে কোনো ‘কারণ’ না দেখিয়েই গত মাসে আদালত তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেয়।
রাজনীতিতে আসার আগে চিলিমা চাকরি করেছেন বড় বড় বহুজাতিক কোম্পানিতে, যার মধ্যে উল্লেখযোগ্য ইউনিলিভার ও কোকা কোলা। তার দুটি সন্তান রয়েছে।
মালাবির সরকারি ওয়েবসাইটে চিলিমাকে একজন ‘কাজপাগল’, ‘কর্মনিষ্ঠ’ ও ‘অর্জনকারী’ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।