পুঞ্চের ঘারোয়া এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় সেনাবাহিনীর ছয়টি গাড়ির একটি বহর জেলার বানোই এলাকার দিকে যাচ্ছিল।
Published : 25 Dec 2024, 11:54 AM
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর একটি ট্রাক গিরিসঙ্কটে পড়ে পাঁচ সেনা নিহত ও আর পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর ট্রাকটি পাহড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে ৩০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায়।
পুঞ্চের ঘারোয়া এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় সেনাবাহিনীর ছয়টি গাড়ির একটি বহর জেলার বানোই এলাকার দিকে যাচ্ছিল।
এক এক্স পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর লিখেছে, “পুঞ্চ সেক্টরে অপারেশনাল ডিউটি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে।”
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, “দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। গাড়িটির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।”
ভারতীয় সেনাবাহিনী এ ঘটনার পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।