মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর জানিয়েছে, সেতুর ওই অংশটিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলতে বিস্ফোরণটি ঘটানো হয়।
Published : 14 May 2024, 01:51 PM
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরে প্যাটাপস্কো নদীতে ধসে পড়া ফ্রান্সিস স্কট কি সেতুর ভাঙা একটি অংশ সরাতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছেন মার্কিন ক্রুরা।
মার্চে একটি বিশাল কন্টেইনারবাহী জাহাজের ধাক্কায় এই মহাসড়ক সেতুটি ধসে পড়ে। তারপর থেকে সেতুর একটি ভাঙা অংশ জাহাজটির সামনের অংশের সঙ্গে আটকে ছিল। আটকে থাকা এই অংশটিই বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর জানিয়েছে, সেতুর ওই অংশটিকে ছোট ছোট অংশে ভেঙে ফেলতে বিস্ফোরণটি ঘটানো হয়, এতে উদ্ধারকারী ক্রুরা ধ্বংসাবশেষ সরিয়ে নিতে ক্রেন ও বার্জ ব্যবহার করতে সক্ষম হবেন।
রোববারই এ বিস্ফোরণ ঘটানোর কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় পরিকল্পনা বাস্তবায়ন পেছানো হয়।
বিস্ফোরণ কতটা সফল হয়েছে তা জানানোর অনুরোধ করা হলেও মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর এবং ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।
২৬ মার্চ স্থানীয় সময় ভোরে কন্টেইনারবাহী জাহাজ ডালি বৈদ্যুতিক গোলযোগে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর একটি পিলারে ধাক্কা দেয়, এতে সেতুর মাঝের একটি অংশ ধসে নদীতে পড়ে যায় আর আরেকটি অংশ জাহাজটির সামনের দিকে আটকে থাকে। এ ঘটনায় সেতুটিতে থাকা ছয় নির্মাণ শ্রমিক নিহত হন।
এ দুর্ঘটনার পর বাল্টিমোর বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর অস্থায়ী চারটি চ্যানেল খুলে কিছু জাহাজ চলাচল ফের শুরু করা হয়।
মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর জানিয়েছে, মে মাসের মধ্যেই বাল্টিমোর বন্দরের কার্যক্রম পুরোপুরি চালুর লক্ষ্য নিয়ে কাজ করছে তারা।
ম্যারিল্যান্ডের কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সেতুটি পুনর্নির্মাণ করে ২০২৮ সালের মধ্যে চালু করতে তাদের অন্তত ১ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে।
Watch: Small charges were detonated by the Unified Command today to remove the large “section four” truss resting on the bow of the M/V DALI. 🚢🏗️ This step completely disconnected the ship from the #FSKBridge wreckage in the water and federal navigation channel. pic.twitter.com/GdypNNZnZt
— USACE Baltimore (@USACEBaltimore) May 14, 2024
আরও পড়ুন: