আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেছেন, ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য দ্বি-রাষ্ট্রীক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ।
Published : 22 May 2024, 03:46 PM
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের তিনটি দেশ- নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, “আজ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা করবে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি।
“আজকের ঘোষণার আগ পর্যন্ত আমি অন্য বেশ কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আরও কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগ দেবে বলে বিশ্বাস আমার।”
এ পদক্ষেপ ইসরায়েলের সঙ্গে শান্তি আনায় সহায়তা করবে, এমন আশায় এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গারস স্তুরা।
এক সংবাদ সম্মেলনে স্তুরা বলেছেন, “একটি যুদ্ধের মাঝখানে, সঙ্গে হাজার হাজার নিহত ও আহতকে নিয়ে, যে একমাত্র বিষয়টি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য একটি নিরাপদ আবাস দিতে পারে, আমাদের অবশ্যই সেটি বাঁচিয়ে রাখতে হবে: দুই রাষ্ট্র পারবে একে অন্যের সঙ্গে শান্তিতে থাকতে।”
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্লোভেনিয়া ও মাল্টাও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীক সমাধান অপরিহার্য বলে মনে করছে এসব রাষ্ট্র।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হ্যারিস বলেছেন, ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য দ্বি-রাষ্ট্রীক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ।
তিনি জানান, ইসরায়েলের পূর্ণ স্বীকৃতি এবং এর ‘প্রতিবেশীদের সঙ্গে নিরাপদে ও শান্তিতে থাকার’ অধিকার নিয়ে আয়ারল্যান্ড দ্ব্যর্থহীন।
ফিলিস্তিনকে আয়ারল্যান্ডের স্বীকৃতি ২৮ মে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন।
ইউরোপীয় এসব রাষ্ট্রের এ ঘোষণার আগে জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪৩টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আরও পড়ুন: