ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনায় যুদ্ধ-পরবর্তী ইউক্রেইনের সামরিক নিরাপত্তার নিশ্চিত করতে স্বেচ্ছায় একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলার কথা বলা হয়েছে।
Published : 23 Mar 2025, 08:10 PM
ইউক্রেইনে যুদ্ধবিরতির সহায়ক হিসাবে আন্তর্জাতিক বাহিনী গড়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
স্টারমারের প্রস্তাবকে তিনি কেবল একটি ‘ভাবভঙ্গি’ বলে প্রত্যাখ্যান করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অন্যান্য ইউরোপীয় নেতাদের খুবই সরল বিশ্বাসের ভিত্তিতে এ পরিকল্পনা করা হয়েছে বলে সমালোচনা করেন উইটকফ।
তিনি বলেন, স্টারমার ও অন্যান্য ইউরোপীয় নেতারা ভাবছেন, “আমাদেরকে উইনস্টন চার্চিলের (যুক্তরাজ্যের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী) মতো হতে হবে। আমাদের সবাইকে তার (চার্চিল) মতো করে অবস্থান নিতে হবে।”
স্টারমারের পরিকল্পনায় যুদ্ধপরবর্তী ইউক্রেইনে সামরিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য স্বেচ্ছায় আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পনাটি নিয়ে মার্কিন সাংবাদিক টাকার কার্লসন এক সাক্ষাৎকারে ট্রাম্পের দূত উইটকফকে প্রশ্ন করলে তিনি এই জবাব দেন।
উইটকফ আরও বলেন, “রাশিয়া গোটা ইউরোপজুড়েই পদাঙ্ক এঁকে দেবে- এমন ধারণা অযৌক্তিক। আমাদের নেটো নামক একটা কিছু আছে; যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল না।”
সাক্ষাৎকারে উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করে বলেছেন, “আমি পুতিনকে খারাপ মনে করি না। তিনি ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন একজন মানুষ।”
উইটকফ ১০ দিন আগেই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বলেছেন, তাকে (পুতিন) খুবই ‘শোভন’ ও ‘সোজাসাপ্টা’ মনে হয়েছে।
উইটকফ আরও বলেন পুতিন তাকে বলেছেন, গত বছর ট্রাম্পের ওপর হামলার পর পুতিন তার জন্য প্রার্থনা করেছিলেন। তাছাড়া, পুতিন ট্রাম্পের জন্য একটি পোর্ট্রেটও উপহার হিসেবে তৈরি করেছেন, যা ট্রাম্পের মন ছুঁয়ে গেছে।
সাক্ষাৎকারে উইটকফ রাশিয়ার বেশ কয়েকটি যুক্তি বারবার তুলে ধরেন, যার মধ্যে ইউক্রেইনকে ‘একটি ভুয়া রাষ্ট্র’ তকমা দেওয়া হয়েছে এবং রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেইনের ভূখণ্ডগুলোকে বিশ্ব কখন রাশিয়া ফেডারেশনের অংশ হিসাবে স্বীকৃতি দেবে সে প্রশ্নও রয়েছে।