দেশটির উচ্চভূমি অঞ্চলে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে, কিন্তু এবারের হত্যাকাণ্ড কয়েক বছরের মধ্যে সবচেয়ে নারকীয় ঘটনা।
Published : 19 Feb 2024, 09:28 AM
পাপুয়া নিউ গিনির প্রত্যন্ত উচ্চভূমি অঞ্চলে চোরাগোপ্তা হামলার এক ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে।
দেশটির পুলিশের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, রোববার এনগা প্রদেশে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর বিরোধকে কেন্দ্র করে ওয়াবাগ শহরের কাছে ঘটনাটি ঘটেছে। নিহতদের প্রত্যেককে গুলি করে মারা হয়েছে।
ওই উচ্চভূমি অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই সহিংসতা চলছে, কিন্তু এবারের হত্যাকাণ্ড কয়েক বছরের মধ্যে সবচেয়ে নারকীয় ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতায় সহিংসতা তীব্র হয়ে উঠেছে এবং সংঘর্ষগুলোকে আরও প্রাণঘাতী করে তুলেছে।
ঘটনাস্থলটি পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো সংগ্রহ করা শুরু করেছে।
ওই অঞ্চলটিতে প্রায়ই জমি বন্টন ও সম্পদের অধিকার নিয়ে সংঘর্ষ হয়। গত জুলাইতে স্থানীয় নৃগোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ার পর এনগা প্রদেশ তিন মাস লকডাউনে ছিল। পুলিশ ওই সময় সেখানে কারফিউ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। ৃ
এনগার গভর্নর পিটার ইপাতাস জানিয়েছেন, ওই চোরাগোপ্তা হামলার আগেই সংঘর্ষ ফের শুরু হওয়ার পর্যায়ে ছিল এ ধরনের বেশ কিছু লক্ষণ সেখানে দেখা গেছে।
সর্বশেষ সহিংসতায় ওই অঞ্চলের ১৭টি নৃগোষ্ঠী জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত মাসে পাপুয়া নিউ গিনিজুড়ে সহিংসতার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল। তখন সহিংসতা থামাতে দেশটির সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছিল।
আরও খবর: