বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে ডোডা জেলার একটি বনে ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে বন্দুক লড়াই শুরু হয়।
Published : 16 Jul 2024, 10:36 AM
জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ ৪ সৈন্য নিহত হয়েছেন।
সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী।
সোমবার রাতে ভারতীয় সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে বলে, “রাত প্রায় ৯টার দিকে ব্যাপক গোলাগুলির মধ্য দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।”
কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ২০ মিনিট স্থায়ী এই বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ অন্তত চার সৈন্য এবং পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।
সঙ্কটজনক অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে ওই চার সেনার মৃত্যু হয়।
নিহত মেজরের নাম ব্রিজেশ থাপা বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তিনি রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন।
জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৫ ভারতীয় সৈন্য নিহত
ভারতীয় সেনাবাহিনী হতাহতের বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি আর সৈন্যদের মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
তারা জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।
প্রাথমিক বন্দুক লড়াইয়ের পর বিচ্ছিন্নতাবাদীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সৈন্যরা তাদের পিছু নেয়। এরপর বন্ধুর পাহাড়ি এলাকায় ঘন বনে দুইপক্ষের মধ্যে ফের বন্দুক যুদ্ধ শুরু হয়। শেষ খবর পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।