হামলা চালিয়েই বিচ্ছিন্নতাবাদীরা পাশের একটি বনে গা ঢাকা দেয়। নিরাপত্তা বাহিনী তাদের পিছু নেয়।
Published : 09 Jul 2024, 10:29 AM
ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে সামরিক বাহিনীর গাড়িবহরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ সৈন্য নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।
সোমবার বিকালে কাঠুয়া জেলার প্রত্যন্ত মাছেদি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই সময় সেনাবাহিনীর গাড়িবহরটি মাছেদি-কিন্ডলি-মালহার সড়কে নিয়মিত টহলে ছিল। হামলার ঘটনাটি ঘটেছে কাঠুয়া জেলা শহর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে।
ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীরা ওই গাড়িবহরে থাকা সেনাবাহিনীর একটি ট্রাককে লক্ষ্যস্থল করে চোরাগোপ্তা হামলা চালায়। ট্রাকে একটি গ্রেনেড ছোড়ার পর গুলিবর্ষণ করে।
স্থানীয় সময় প্রায় সাড়ে ৩টার দিকে লোহাই মালহারের বাদনোতা গ্রামের কাছে মাছেদি-কিন্ডলি-মালহার সড়কে ঘটে ঘটনাটি।
হামলা চালিয়েই বিচ্ছিন্নতাবাদীরা পাশের একটি বনে গা ঢাকা দেয়। সেনাবাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে তাদের পিছু নেয়।
সেনাবাহিনীর ওই ট্রাকটিতে ১০ জন সৈন্য ছিল। তাদের ওপরই হামলার ঘটনাটি ঘটেছে। পাঁচ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচ সৈন্য গুরুতর আহত হন। আতদের মধ্যে সেনাবাহিনীর একজন জুনিয়র কর্মকর্তাও রয়েছেন।
আতদের দ্রুত পাঠানকোট সামরিক হাসপাতালে পাঠানো হয়।
কর্মকর্তারা জানান, প্রবল বৃষ্টির মধ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলিবিনিময় হচ্ছে। সেখানে তিনজন বিচ্ছিন্নতাবাদী রয়েছেন এবং তারা ব্যাপক অস্ত্রে সজ্জিত বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়ানো হয়েছে।
কাশ্মীর টাইগার নামে একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
জম্মু ও কাশ্মীরে গত দুই দিনের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ওপর এটি তৃতীয় হামলার ঘটনা। রোববার রাজৌরি জেলায় সেনাবাহিনীর একটি শিবিরে আরেক হামলায় এক সৈন্য আহত হয়।
এর আগে শনিবার কুলগ্রাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক দু’টি গোলাগুলির ঘটনায় ছয় বিচ্ছিন্নতাবাদী ও এক প্যারা-ট্রুপারসহ ভারতীয় সেনাবাহিনীর দুই সৈন্য নিহত হয়।
আরও পড়ুন: