যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর প্রতিক্রিয়া জানিয়ে স্থায়ী শান্তির এই আশা প্রকাশ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।
Published : 20 Mar 2025, 01:17 AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে ‘ইতিবাচক’, ‘খোলামেলা’ এবং ‘খুবই বাস্তবসম্মত’ বলে বর্ণনা করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থায়ী শান্তি এবছরই অর্জন করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের সঙ্গে বুধবারের এই আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, তারা এ বিষয়ে একমত হয়েছেন যে, ইউক্রেইন এবং যুক্তরাষ্ট্রের উচিত প্রকৃতই যুদ্ধ বন্ধের মাধ্যমে স্থায়ী শান্তি অর্জনে একযোগে কাজ করে যাওয়া।
“আমরা বিশ্বাস করি, আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মিলে আমেরিকার নেতৃত্বে স্থায়ী শান্তি এবছরই অর্জন করা সম্ভব,” বলেন জেলেনস্কি।
ফোনালাপে জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোয় হামলা বন্ধ করাকে যুদ্ধ সমাপ্তির প্রথম পদক্ষেপগুলোর একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি এ পদক্ষেপকে সমর্থন করেছেন এবং ইউক্রেইন এটি বাস্তবায়নে প্রস্তুত।
ট্রাম্প মঙ্গলবার পুতিনের সঙ্গে তার ফোনালাপের কিছু বিষয় জেলেনস্কির সঙ্গে শেয়ার করেছেন। আর জেলেনস্কি মাঠ পর্যায়ের পরিস্থিতি ও রাশিয়ার হামলার প্রভাব সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়েছেন।
বিবিসি লিখেছে, দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন। সিদ্ধান্ত হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে এবং উভয় দেশের কর্মকর্তারা স্থায়ী শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো চূড়ান্ত করতে কাজ করবেন।
বুধবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রায় এক ঘণ্টা ফোনে কথা হয়েছে। জেলেনস্কির সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘বেশ ভাল’ কথা হয়েছে।
১৯ দিন আগে হোয়াইট হাউজে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সেই বাদানুবাদের বৈঠকের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।
ফোনালাপের বিস্তারিত নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে জানিয়েছে বিবিসি।