সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় আলেপ্পো, দামেস্ক ও হামায় হামলা হয়েছে এবং সোম থেকে মঙ্গলবারের মধ্যে রাতভর ৬০টিরও বেশি হামলা হয়।
Published : 10 Dec 2024, 09:15 PM
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় সিরিয়ার বিভিন্ন স্থাপনা কেবল ক্ষতিগ্রস্থই হয়নি, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত রোববার আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৩১০টিরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত করেছে তারা।
বিবিসি লিখেছে, অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্রসহ সিরিয়ার সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে 'চরমপন্থিদের হাতে' চলে না যায়, সেজন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা।
এসওএইচআর জানিয়েছে, আলেপ্পো, দামেস্ক ও হামায় হামলা হয়েছে এবং সোম থেকে মঙ্গলবারের মধ্যে রাতভর ৬০টিরও বেশি হামলা হয়।
এসওএইচআরের প্রতিষ্ঠাতা রামি আবদুল রহমান এ হামলার প্রভাব ধ্বংসাত্মক আখ্যা দিয়ে বলেছেন, “সিরিয়ার ভূমির হানি করা হচ্ছে।”
ওদিকে ইসরায়েল তাদের সেনাদের সিরিয়ায় ঢোকার কথা স্বীকার করলেও বিবিসি-কে বলেছে, “দামেস্কের দিকে তাদের ট্যাংক অগ্রসর হওয়ার খবর 'মিথ্যা'।”
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর এক মুখপাত্র বলেন, সিরিয়ার বাফার জোনে তাদের কিছু সেনা মোতায়েন রয়েছে।
ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার অসামরিক বাফার জোনে প্রবেশ করা সেনাদের ছবি সোমবার প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষীরাও মোতায়েন রয়েছে।
এর একদিন আগেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী সাময়িকভাবে ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
সোমবার রাতে আইডিএফ- এর হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসরায়েল কেবল তার নাগরিকদের রক্ষার করা নিয়ে উদ্বিগ্ন।”
সোমবার জাতিসংঘের রাসায়নিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়া কর্তৃপক্ষকে রাসায়নিক অস্ত্রের মজুত নিরাপদ কিনা তা নিশ্চিত করার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে।
সিরিয়ার কাছে কোথায় এবং কতগুলো রাসায়নিক অস্ত্র আছে- তা জানা না গেলেও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ অস্ত্র গুদাম রেখেছিলেন বলে ধারণা করা হয়।
সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেস্ক দখল এবং সপ্তাহান্তে বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করার পর ইসরায়েল দেশটিতে বিমান হামলা শুরু করে। ১৯৭১ সাল থেকে তিনি ও তার বাবা সিরিয়ার ক্ষমতায় ছিলেন।
ইসলামপন্থি বিরোধী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর নেতৃত্বাধীন বাহিনী রোববার ভোরে দামেস্কে প্রবেশ করে। এর পরই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে, “সিরিয়া মুক্ত” বলে ঘোষণা করা হয়।