যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
Published : 24 Jan 2025, 03:55 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পকে আরও এক মেয়াদ থাকার সুযোগ করে দিতে সংবিধানের ২২তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব এনেছেন রিপাবলিকান এক কংগ্রেসম্যান।
টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত অ্যান্ডি ওগলজ বৃহস্পতিবার এ জয়েন্ট রেজুলেশনটি আনেন বলে জানিয়েছে বিবিসি।
তার প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বমোট তিন মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা দুই মেয়াদে থাকতে পারবেন একবারই।
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনীতে বলা হয়েছে, এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের মতো আর কেউ যেন চারবার প্রেসিডেন্ট হতে না পারে তা নিশ্চিতে ১৯৪৭ সালে এ সংশোধনী প্রস্তাব আনা হয়েছিল, পরে ১৯৫১-তে এটি গৃহীত হয়।
রুজভেল্টই একমাত্র ব্যক্তি যিনি দুইবারের বেশি মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৫ সালে তার মৃত্যু হয়, চতুর্থ মেয়াদে শপথ নেওয়ার দেড় মাসেরও কম সময়ের মধ্যে।
এ সংশোধনী পাল্টাতে বৃহস্পতিবার আনা প্রস্তাব যে ডনাল্ড ট্রাম্পকে আরেকবার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের সুযোগ করে দিতেই, তা লুকাননি ওগলজ।
“এই সংশোধনী প্রেসিডেন্ট ট্রাম্পকে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দেবে, আমাদের দেশের জন্য খুব দরকারি সাহসী নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করবে,” বলেছেন তিনি।
তবে তার এ প্রস্তাব গৃহীত হতে হলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে, অনুমোদন লাগবে তিন-চতুর্থাংশ রাজ্যেরও।
ট্রাম্পের রিপাবলিকানরা এবার কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধান বদলে ফেলার মতো সদস্য তাদের নেই। এমনকি রিপাবলিকান সব সাংসদও যে এ প্রস্তাবের পক্ষে থাকবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।