রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে ছবির গল্প তৈরি করেছেন আলোকচিত্রী ও স্থপতি ফওজিয়া জাহান। তার ক্যামেরায় অমিত রায় চরিত্রে দেখা গেছে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে, আর লাবণ্যের চরিত্রে চিকিৎসক শ্রেয়া সেন। শোভন লাল হয়েছেন বাংলাদেশি অভিনেত শাশ্বত দত্ত এবং কেতকীর চরিত্রে পাওয়া গেছে শিরি ফারহানাকে।
Published : 03 Jul 2024, 09:04 PM