আইএফআইসি আমার বন্ড প্রতারণা মামলায় আসামি হচ্ছেন সালমান, শায়ান, শিবলী। দুদক বলছে, বাজার থেকে তোলা অর্থের মধ্যে ২০০ কোটি টাকা ব্যাংকে রেখে বিনিয়োগকারীদের সুদ দেওয়া হত। বাকি ৮০০ কোটি টাকা সরিয়ে ফেলা হয় বেক্সিমকোর বিভিন্ন অ্যাকাউন্টে।
Published : 16 Apr 2025, 09:17 PM