এ মুহুর্তে হলিউডে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন– মার্কিন ধনকুবের ইলন মাস্কের বায়োপিকে তার চরিত্রে কে অভিনয় করবেন?
গেল শুক্রবার খবর চাউড় হয়েছে, সিএনএন-এর সাবেক সিইও ওয়াল্টার আইজ্যাকসনের লেখা বিতর্কিত ধনকুবের ইলন মাস্কের বায়োগ্রাফির স্বত্ব কিনেছে ইন্ডি স্টুডিও ‘এ২৪’।
এনবিসি’র প্রতিবেদন বলছে, এই স্বত্ব বগলদাবা করতে প্রতিযোগিতায় নেমেছিল একাধিক স্টুডিও ও নির্মাতা।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, গত বছরের অস্কারে একচেটিয়া রাজত্ব করেছে এ২৪, যে স্টুডিওটির কাছ থেকে এসেছে ‘মিডসমার’ ও ‘টক টু মি’র মতো সিনেমা।
মাস্কের বায়োপিকে পরিচালকের দায়িত্ব পেয়েছেন ড্যারেন অ্যারোনোফস্কি, যিনি এর আগে ‘নোয়া’, ‘ব্ল্যাক সোয়ান’ ও ‘হোয়েল’-এর মতো জনপ্রিয় সিনেমা বানিয়েছেন।
যে কোনো অভিনেতার কাছেই মাস্কের চরিত্রে অভিনয় করা বড় অর্জন হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া, অ্যারোনোফস্কি’র মতো প্রশংসিত পরিচালকের সঙ্গেও কাজ করার সুযোগও পাবেন তিনি। তার বিভিন্ন সাড়া জাগানো সিনেমায় অভিনয় করে অনেক অভিনেতাই পুরস্কার জিতেছেন।
এ পরিচালকের আলোচিত হোয়েল সিনেমায় হতাশাগ্রস্থ অধ্যাপকের চরিত্রে অভিনয় করে গত বছর মার্কিন অভিনেতা ব্রেন্ডান ফ্রেজার অস্কার জিতেছেন। এ ছাড়া, সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন হং চাউ। ২০২১ সালেও অ্যারোনোফস্কি’র সাইকোলজিকাল ব্যালে সিনেমা ব্ল্যাক সোয়ান-এ অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছিলেন নাটালি পোর্টম্যান। এর আগে ২০০১ সালে ড্রাগ আসক্তি নিয়ে তৈরি সিনেমা ‘রিকোয়েম ফর এ ড্রিম’-এর জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন এলেন বার্স্টিন।
তবে, অস্কার ভাগ্য কেবল অ্যারোনোফস্কি পরিচালিত আত্মজীবনীমূলক সিনেমার ভাগ্যে জুটেছে, বিষয়টি এমন নয়।
অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে আইজ্যাকসনেরই লেখা বায়োগ্রাফি থেকে ধারণা নিয়ে একই নামে ২০১৫ সালে সিনেমা বানিয়েছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’ খ্যাত পরিচালক ড্যানি বয়েল, যেখানে প্রয়াত এই প্রযুক্তি টাইকুনের চরিত্রে অভিনয় করে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার।
এদিকে, ২০১০ সালে ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘সোশাল নেটওয়ার্ক’ সিনেমায় আরেক প্রযুক্তি টাইকুন মেটা সিইও মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন জেসি আইজেনবার্গ।
তবে, মাস্কের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও দেখা বাকি। কারণ মাস্কের চাছাছোলা কথাবার্তা ও সামাজিক মাধ্যমে সক্রিয়তার কথা বিবেচনায় নিলে, তার কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক খুঁটিনাটি বিষয় বিবেচনা করতে হবে। আর, রেকর্ড বলছে অ্যারোনোফস্কি’র সিনেমায় অভিনয় করা মূল চরিত্রগুলোর প্রায়শই ভুললোমনা ও নিজের ক্ষতি করার প্রবণতা থাকে।
মাস্ক অবশ্য এই সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক সাড়াই দিয়েছেন।
“আমি খুশি যে ড্যারেন এটা করছে। ও সেরাদের একজন।” --এক্স-এ পোস্ট করেন মাস্ক।
মাস্কের চরিত্রে অভিনয়ের বিষয়ে মাস্কের কোনো পছন্দ আছে কি না, সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করেছিল সিএনবিসি। দফায় দফায় বিভিন্ন বিষয়ে পোস্ট দেওয়া মাস্ক এ প্রশ্নের উত্তরে মুখ বা কিবোর্ড কোনোটাই ব্যবহার করেননি।