জার্মানিজুড়ে কোম্পানিটির ছয়টি বড় গুদাম বা ফুলফিলমেন্ট সেন্টারের প্রায় দুই হাজার কর্মী ধর্মঘটটিতে যোগ দিয়েছেন। গত বছর অ্যামাজনের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল দেশটি।
Published : 25 Nov 2023, 05:54 PM
পশ্চিমা বিশ্বে বছরের সবচেয়ে বড় কেনাকাটা উৎসব ব্ল্যাক ফ্রাইডে। এ বছরের সেই কার্যক্রমের মধ্যেই মজুরি বৃদ্ধির দাবিতে ইউরোপজুড়ে ধর্মঘট পালন করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শ্রমিকরা।
ইউরোপের ৩০টি দেশে “মেইক অ্যামাজন পে” নামের আন্দোলনটি সমন্বয় করছে ‘ইউএনআই গ্লোবাল ইউনিয়ন’ নামের একটি সংগঠন। ব্ল্যাক ফ্রাইডে থেকে সোমবার পর্যন্ত চলবে এই আন্দোলন।
জার্মানিজুড়ে কোম্পানিটির ছয়টি বড় গুদাম বা ফুলফিলমেন্ট সেন্টারের প্রায় দুই হাজার কর্মী ধর্মঘটটিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছে শ্রমিক সংঘ ভের্ডি। গত বছর অ্যামাজনের দ্বিতীয় বৃহত্তম বাজারের স্বীকৃতি পেয়েছিল জার্মানি।
তারা বলেছে রাইনবার্গের পাঁচশ শ্রমিক যোগ দিয়েছেন ঘর্মঘটটিতে, যা সেখানকার অ্যামাজনের মোট শ্রমশক্তির ৪০ শতাংশ। সেইসঙ্গে লিপজিগে ধর্মঘটকারী শ্রমিকের সংখ্যা আড়াইশ, যা সে অংশের মোট কর্মী সংখ্যার ২০ শতাংশ।
খুবই অল্প সংখ্যক শ্রমিকই ধর্মঘটে যোগ দিয়েছেন, বলেছেন অ্যামাজনের জার্মানি অংশের মুখপাত্র। সেইসঙ্গে তিনি দেশটিতে কোম্পানিটির মজুরিকে ন্যায্য বলে দাবি করেন। জার্মানিতে অ্যামাজন শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১৫ দশমিক দুই সাত ডলার থেকে শুরু হয়।
এদিকে শুক্রবার ইংল্যান্ডের কোভেনট্রি শহরে অ্যামাজনের গুদামে পারিশ্রমিক নিয়ে চলমান দীর্ঘ বিবাদের জের ধরে দুইশর অধিক শ্রমিক কর্মবিরতি পালন করেছেন।
নিক হেন্ডারসন নামের সেখানকার একজন শ্রমিক রয়টার্সকে বলেছন, তিনি মজুরি বৃদ্ধি এবং উন্নত কর্ম পরিবেশের দাবিতে আন্দোলন করছেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি ঘণ্টায় ১৮.৬৯ ডলার মজুরি।
অ্যামাজনের ইংল্যান্ড অংশের একজন মুখপাত্র বলেছেন, তারা ঘণ্টায় নিন্মতম ১৪.৭০ ডলার মজুরি দেন যা ২০২৪ সালের এপ্রিল থেকে বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৫.৩০ হওয়ার কথা রয়েছে।
সেইসঙ্গে কোম্পানিটি বলেছে এই ধর্মঘটে তাদের সরবরাহে কোনো বিভ্রাট ঘটবে না।
এদিকে ইতালির শ্রমিক সংঘ সিজিআইএল বলেছে ক্যাসটেল সান জিওভানি শহরে অ্যামজনের গুদামের ৬০ শতাংশ কর্মী ধর্মঘট পালন করছেন। আর অ্যামাজন বলেছে, তাদের ৮৬ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন এবং ধর্মঘটে তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে স্পেনের শ্রমিক সংঘ সিসিওও অ্যামাজন গুদামের শ্রমিকদের আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া “সাইবার সোমবারের” প্রতি শিফটে এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছে।
ফ্রান্স জুড়ে বিভিন্ন রেলস্টেশন, সুপার মার্কেটের পার্কিং লট এবং রাস্তার মোড়ে গ্রাহকদের পার্সেল ডেলিভারিতে ব্যবহৃত অ্যামাজনের পার্সেল লকারগুলোকে বিভিন্ন পোস্টার ও ব্যারিকেড টেপ দিয়ে ঢেকে দিয়েছে বিশ্বায়ন বিরোধী সংঘটন অ্যাটাক।
সংগঠনটি ব্ল্যাক ফ্রাইডেকে “অতি উৎপাদন ও অতি ভোগের” উৎসব বলে আখ্যায়িত করে ফ্রান্সজুড়ে ৪০টি লকারকে ঢেকে দিয়েছে। অ্যামাজন বলেছে, পুরো ফ্রান্সজুড়ে তাদের সবগুলো লকার কার্যকর রয়েছে।