“নিজেদের নীতি মেনে এই পদক্ষেপের কথা আমরা অ্যাকাউন্ট মালিকদের জানিয়েছি। তবে, এই কনটেন্ট বিশ্বের বাকি অংশে পাওয়া যাবে।”
Published : 15 May 2023, 01:24 PM
তুরস্কের ইতিহাসে সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে দেশটির কিছু সংখ্যক পোস্ট ব্লক করতে শুরু করেছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।
“তুরস্কের আইনি ব্যবস্থার সঙ্গে মিল রেখে দেশটির জনগণের কাছে সেবা প্রাপ্যতা নিশ্চিত করতে আমরা আজ কিছু কনটেন্টে প্রবেশাধিকার সীমিত করার ব্যবস্থা নিয়েছি।” --শুক্রবার এক টুইট বার্তায় ইংরেজি ও তুর্কি ভাষায় বলেছে টুইটার।
“নিজেদের নীতি মেনে এই পদক্ষেপের কথা আমরা অ্যাকাউন্ট মালিকদের জানিয়েছি। তবে, এই কনটেন্ট বিশ্বের বাকি অংশে পাওয়া যাবে।”
টুইটার অবশ্য বলেনি তারা কোন টুইটগুলো ব্লক করেছে। আর কোম্পানির যোগাযোগ বিভাগ নিষ্ক্রিয় থাকায় এই প্রসঙ্গে বাড়তি তথ্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
তুরস্কের সরকারের সেন্সরশিপের অনুরোধ মেনে চলার সিদ্ধান্তে ইলন মাস্কের বাক স্বাধীনতার বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠেছে। গেল শুক্রবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের কলাম লেখক ম্যাথিউ ইগলেসিয়াসের ওপর চটেছেন একই দিনে লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের পরবর্তী সিইও হিসেবে ঘোষণা দেওয়া মাস্ক।
এর আগে ম্যাথিউ বলেন, এই সিদ্ধান্ত থেকে কয়েকটি চমকপ্রদ ‘টুইটার ফাইলস’ প্রতিবেদন তৈরি করা যেতে পারে।
“তোমার কী মাথা ঠিক আছে, ইগলেসিয়াস? বিকল্প হলো, টুইটারের কার্যক্রম পুরোপুরি বন্ধ করা বা কিছু সংখ্যক টুইটের প্রবেশাধিকার সীমিত করা। তুমি কোনটা চাও?” --ইগলেসিয়াসকে টুইট করেন মাস্ক।
ওয়াশিংটন পোস্ট বলছে, রোববারের নির্বাচন তুরস্কের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। দুই দশক ক্ষমতায় থাকার পর নিজ প্রেসিডেন্সিতে স্মরণকালের সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান।
রোববারের নির্বাচনের আগে বেশিরভাগ জরিপেই দেখা গেছে বিরোধী দলীয় নেতা কামাল কিরিচতারোলু নিজ প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। নির্বাচিত হলে দেশটির অভ্যন্তরীণ নীতিমালা নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এরদোগান পরাজিত হলে তা তুরস্কের সঙ্গে রাশিয়া ও নেটো’সহ ওই অঞ্চলের অন্যান্য পরাশক্তির সম্পর্কেও ব্যপক প্রভাব ফেলবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।
সিএনএন বলছে, কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দেশটিতে আগামী ২৮ মে পুনরায় নির্বাচন হবে। এনগ্যাজেটের প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এরদোগান কিরিচতারোলু’র চেয়ে ১১ শতাংশ এগিয়ে আছেন। তবে ভোট গণনার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি পাল্টেও যেতে পারে।