Published : 27 Dec 2023, 01:17 PM
নেটফ্লিক্সে মাত্রই মুক্তি পেয়েছে প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় গেইম ‘গ্র্যান্ড থেফট অটো’ ট্রিলজি। এই ট্রিলজির মধ্যে রয়েছে জিটিএ থ্রি, ভাইস সিটি এবং স্যান আন্দ্রিয়াস।
প্রশ্ন হচ্ছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্য রিলিজ করা এই গেইমের নাগাল কীভাবে পাবেন।
যারা এরইমধ্যেই নেটফ্লিক্স আছেন তারা গেইমগুলো বিনামূল্যেই খেলতে পারবেন। এর পাশাপাশি, মোবাইল থেকে যারা নেটফ্লিক্স এক্সেস করেন, তাদের জন্য আপাতত এই স্ট্রিমিং পরিষেবাও পাওয়া যাচ্ছে। তবে, যেহেতু আরও অনেক ভালো ভালো গেইম টাইটেল আছে সে ভাণ্ডারে, প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ বলছে, জিটিএ-র নাগাল পাওয়া খানিকটা জটিল হতেও পারে কারো কারো জন্য।
সমস্যা নেই, সহজে জিটিএ খুঁজে পাওয়ার পথও বাতলে দিয়েছে সাইটটি-
সাধারণত মোবাইলের নেটফ্লিক্স অ্যাপে প্রতিটি গেইম এক সারিতে সাজানো থাকে। ফলে গেইম আইকনগুলোর চারপাশে প্রচুর স্ক্রল করতে হয়। ধারাবাহিকভাবে এটা সাজানো আছে বলে দেখে মনে হয় না।
এ কারণেই যে কারো জন্য নেটফ্লিক্সে সহজে জিটিএ ট্রিলজি খুঁজে পাওয়া হয়তো আরেকটু কঠিন হয়েছে।
তবে, নেটফ্লিক্সে যে কোনো গেইম সহজে খুঁজে পেতে একটি ‘চিট কোড’ আছে। আর এটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর দু জায়গাতেই কাজ করে।
নিশ্চয়ই আলাদা করে বলা দরকার নেই যে, এ জন্য প্রথমে গুগল প্লে এবং অ্যাপ স্টোরে যেতে হবে। সেখানে প্রথমেই নেটফ্লিক্স অ্যাপটি খুঁজে বের করুন। এরপর “মোর বাই দ্য নেটফ্লিক্স” বা “মোর বাই নেটফ্লিক্স” অপশনে ক্লিক করুন। এখানে আপনি একটি সোজা বা সরল গ্রিডে নেটফ্লিক্সের আনা সব গেইম দেখতে পাবেন।
যদি আগে থেকে নেটফ্লিক্সের গেইমগুলো সম্পর্কে ধারণা না থাকে, সারপ্রাইজের জন্য প্রস্তুত হন। এখানে কত ভাল ও জনপ্রিয় গেইম রয়েছে, সেটি সম্ভবত অনেকেই জানেন না।
নেটফ্লিক্সে ইন্টু দ্য ব্রিচ, বিফোর ইওর আইজ, ডেড সেলস ও টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: শ্রেডার্স রিভেঞ্জ —এর মতো কিছু জনপ্রিয় গেইম রয়েছে।
হ্যাপি গেইমিং!