Published : 10 Jul 2023, 08:48 PM
মেটা ও ওপেনএআই’র বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেত্রী সারাহ সিলভারম্যান’সহ তিনজন লেখক।
শুক্রবার স্যান ফ্রানসিসকোর ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন সিলভারম্যান, রিচার্ড কাডরে ও ক্রিস্টোফার গোল্ডেন। আর এতে অভিযোগ তোলা হয়, ফেইসবুকের মালিক কোম্পানি মেটা ও চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানি ওপেনএআই এদের কপিরাইট করা কনটেন্ট ব্যবহার করে তাদের তৈরি চ্যাটবটগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।
‘ক্লাস অ্যাকশন’ ধরনের এই মামলার ফলে, ওপেনএআইয়ের দেওয়া প্রশিক্ষণে যাদের কপিরাইট করা কনটেন্টের ব্যবহার হয়েছে তারাই এই মামলায় বাদীর সুবিধা পাবেন।
‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার সবার প্রতিনিধিত্ব করেন ও বাদী জয়ী হলে মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
রোববার এই প্রসঙ্গে রয়টার্স মেটা ও ওপেনএআই’র মন্তব্য জানতে চাইলে তাদের সাড়া পাওয়া যায়নি।
ব্যবহারকারীর প্রম্পটের সহায়তায় ‘বাস্তবসম্মত জবাব দিতে সক্ষম’ অ্যাপ তৈরির লক্ষ্যে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করলে চ্যাটবটগুলোর নির্মাতারা যে আইনি ঝুঁকির মুখে পড়বেন, এই মামলার মাধ্যমে সেটিই উঠে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সিলভারম্যান, কাডরে ও গোল্ডেনের অভিযোগ, কোম্পানিগুলো অনুমতি না নিয়েই তাদের বই ব্যবহার করে তথাকথিত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি করেছে। নির্মাতা কোম্পানিগুলো এ মডেলগুলোকে দাবি করে ‘মানবীয় কথোপকথনের মাধ্যমে স্বয়ংক্রিয় কার্যক্রম চালানোর শক্তিশালী টুল’ হিসাবে।
মেটার বিরুদ্ধে মামলার বাদীরা অভিযোগ তোলেন, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসা সংশ্লিষ্ট ফাঁস হওয়া তথ্য থেকে দেখা গেছে, তাদের লেখা বই থেকে কনটেন্ট নিয়ে চ্যাটবটগুলোর প্রশিক্ষণে কোনো অনুমতি ছাড়াই ব্যবহার হয়েছে।
অভিযোগে আরও রয়েছে, তাদের কাজ সম্পর্কে চ্যাটজিপিটি যে পরিচিতি তৈরি করেছে, সেখান থেকে ইঙ্গিত মেলে, এগুলো তাদের কপিরাইট করা কনটেন্টের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছে।
এই মামলায় গোটা যুক্তরাষ্ট্রে কপিরাইট মালিকদের কাজ নকল করার আর্থিক ক্ষতিপূরণ দাবি করলেও এতে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।