এ পদক্ষেপের ফলে এআই মডেলের প্রশিক্ষণে সম্ভবত আরও তথ্য পাবে কোম্পানিটি এবং ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খোলার দিকে আরও ঝুঁকতে পারেন।
Published : 02 Apr 2024, 08:20 PM
ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করার সুযোগ চালু করেছে নির্মাতা কোম্পানি ওপেনএআই।
এআই টুলগুলো মানুষের কাছে ছড়িয়ে দিতে ও ব্যবহারকারীদের এআইয়ের ভালো দিকগুলো জানাতেই কোম্পানিটি এ পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
পাশাপাশি, এ পদক্ষেপের ফলে এআই মডেলের প্রশিক্ষণে সম্ভবত আরও তথ্য পাবে কোম্পানিটি এবং ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খোলার দিকে আরও ঝুঁকতে পারেন।
অ্যাকাউন্টবিহীন ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে ওপেনএআই। উদাহরণ হিসাবে, লগইন করা ব্যবহারকারীদের তুলনায় অনেক বেশি বিভাগে তাদের প্রম্পট ও ইমেইজ জেনারেশন ব্লক করা হবে।
অতিরিক্ত কোন কোন বিভাগে এ নিয়ন্ত্রণ যোগ করা হয়েছে সে বিষয়ে এনগ্যাজেটের প্রশ্নে এক মুখপাত্র বলেন, এ ফিচারটি তৈরি করার সময় কোম্পানিটি বিবেচনা করেছে কীভাবে অ্যাকাউন্ট ছাড়া জিপিটি-৩.৫ ব্যবহারকারীরা সম্ভাব্য নতুন ঝুঁকি তৈরি করেন।
কোম্পানির এআই মডেলগুলোর অপব্যবহার শনাক্ত ও বন্ধ করার দায়িত্বে থাকা দল নতুন ফিচার তৈরিতে যুক্ত ছিল বলে যোগ করেছেন ওই মুখপাত্র। আর অপ্রত্যাশিত কোনো সমস্যা সামনে এলে, সে অনুসারেই পরিবর্তন আসবে ফিচারটিতে।
এ ছাড়া, একজন ব্যবহারকারীর প্রম্পট থেকে তথ্য নিয়ে তা মডেলের ডেটা প্রশিক্ষণে ব্যবহৃত হবে কি না সে বিকল্পটি বন্ধ করা যাবে সাইনইন করা না থাকলেও। এটি বন্ধ করতে, টেক্সট বক্সের পাশের প্রশ্ন চিহ্নে ক্লিক করতে হবে, এরপর ‘সেটিংস’ বিকল্পটি বাছাই করতে হবে। সেখান থেকে ‘ইমপ্রুভ দ্য মডেল ফর এভ্রিওয়ান’ এর টগলটি বন্ধ করতে হবে।
১৮৫টি দেশের ১০ কোটি মানুষ সাপ্তাহিক চ্যাটজিপিটি ব্যবহার করেন বলে অনেক আগেই জানিয়েছে ওপেনএআই। আর মাত্র ১৮ মাস পুরনো এ পরিষেবার জন্য এ সংখ্যা বিষ্ময়কর বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
নতুন এ পদক্ষেপটি অ্যাকাউন্ট তৈরি করতে দ্বিধাগ্রস্ত ব্যক্তিদের বিশ্ব বদলে দেওয়া চ্যাটবট ব্যবহার করার সুযোগ তৈরি করে এ সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে।