২০২২ সালের অক্টোবরে মার্কিন সরকার ঘোষিত চীনা চিপ খাতের ওপর জারি করা রপ্তানি নিষেধাজ্ঞায় জাপান ও নেদারল্যান্ডস সাড়া দিয়েছে এ বছরের জানুয়ারিতে।
Published : 22 Feb 2023, 06:03 PM
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চীনে রপ্তানিতে নিয়ন্ত্রণের মাত্রা ক্রমশ বাড়তে থাকায় নিজ দেশের মূল প্রযুক্তিগত সমস্যাগুলো গোড়া থেকে সমাধানের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মঙ্গলবার ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নীতি নির্ধারক সংস্থা পলিটব্যুরোর ২৪ সদস্যের এক অধিবেশনে শি বলেন, স্বনির্ভরতা অর্জনে চীনকে বিজ্ঞান ও প্রযুক্তির মৌলিক গবেষণা জোরদার করে প্রযুক্তির বৈশ্বিক পরাশক্তি হয়ে উঠতে হবে।
“আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রতিযোগিতায় টিকে থাকতে, স্বনির্ভরতা ও স্ব-উন্নতির উচ্চ স্তর অর্জনে আমাদের গুরুত্বের সঙ্গে গোড়া থেকেই নিজেদের প্রাথমিক গবেষণা ও সমাধান প্রযুক্তি সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান করতে হবে।” --শি’র বক্তব্যের উদ্ধৃতি দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উন্নতমানের সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর সঙ্গে চীনের টিকে থাকার বহু বছর দীর্ঘ প্রচেষ্টার মধ্যেই এই আহ্বান এলো।
২০২২ সালের অক্টোবরে মার্কিন সরকার ঘোষিত চীনা চিপ খাতের ওপর জারি করা রপ্তানি নিষেধাজ্ঞায় জাপান ও নেদারল্যান্ডস সাড়া দিয়েছে এ বছরের জানুয়ারিতে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রাথমিক লক্ষ্য ছিল, চীনের উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কম্পিউটিং চিপ কেনার পাশপাশি বিভিন্ন এমন সরঞ্জামে নিষেধাজ্ঞা দেওয়া, যেগুলো ব্যবহার করে দেশটির বিভিন্ন চিপ কারখানায় চিপ তৈরির ঝুঁকি আছে।
মঙ্গলবার শি আরও বলেন, চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি মেধার সংগ্রহ বাড়ানো অত্যন্ত জরুরী। শিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এটি তার ২০২১ সালের এক বক্তব্যের প্রতিফলন। সে সময় তিনি বলেন, ২০৩৫ সাল নাগাদ কৌশলগত, প্রযুক্তিগত ও সেনাবাহিনীর ক্ষমতার হিসাবে চীনের অবস্থান বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে থাকা উচিৎ।